মারা গেছেন বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম চাষী

বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম চাষী। রাত তিন ঘটিকার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরায়েজি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা সকাল ৯’০০ টায় পশ্চিম নন্দিপাড়া জামে মসজিদ অনুষ্ঠিত হবে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক বিবৃতি দেন বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান এম এম তোহা ও মহাসচিব আবু তাহের পাটোয়ারী। বিবৃতিতে চেয়ারম্যান আসলাম হোসেন বলেন নজরুল ইসলাম চাষী একজন সৃজনশীল মানবাধিকার কর্মী ছিলেন। তিনি সহজে মানুষকে আপন করে নিতেন। মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় কাজ করে যেতেন। আমরা একজন ভালো বন্ধু হারালাম। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমীন। ভাইস চেয়ারম্যান এম এম তোহা বলেন, নজরুল ভাই একজন ভালো মনের মানুষ ছিলেন। একজন দক্ষ মানবাধিকার কর্মী ছিলেন। আমরা একজন আপনজন হারিয়েছি। তার শুন্যতা পুর্ন হওয়ার মতো নয়। দোয়া করি আল্লাহ যেন নজরুল ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মহাসচিব আবু তাহের পাটোয়ারী বলেন, নজরুল ইসলাম চাষী আমার ছোট ভাইয়ের মতো ছিল। সবসময় আমি তাকে কাছে পেতাম। সে আমাদের সংগঠনের একজন দক্ষ নেতা ছিলেন। মানুষের বিপদে ঝাঁপিয়ে পরতেন। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমীন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।