সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়া ২ নারী মাদক ব্যবসায়ী আটক।
গজারিয়া থানার কর্মরত এসআই (নিঃ)/বিজন বাড়ৈ বিপি নং-৮৯১৭২০৩১০৩, সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/০১/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসষ্ট্যান্ড সংগন্ন বটতলার উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে ১। মোসাঃ আসমা বেগম (৩৫), পিতা-আজিজ হাওলাদার, মাতা-মোসাঃ মিনারা বেগম, সাং-নলুয়া (হাওলাদার বাড়ী), ইউপি-গারুডিয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, (এ/পি-জালাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, ওমর আলী স্কুল সংগল্প, কাঁচপুর, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ),
২। জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২১), পিতা-মৃত নাছির মিয়া, মাতা-মৃত বুলু বেগম, সাং-ফরাজী কান্দি (পার্ট-১), মাধব পাশা, ডাকঘর-মদনগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জদের আটক করে মহিলা পুলিশ দ্বারা তাদের দেহ তল্লাশী কালে তাহাদের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে মোট ০৩ (তিন) কেজি গাঁজা বিধি মোতাবেক উদ্ধারপূর্বক লিখিত এজাহার দায়ের করলে গজারিয়া থানা মামলা নাম্বার ২১ তারিখ ২৮/০১/২০২৫ ইং ধারা ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১৯(ক) রুজু হয়।উদ্ধারকৃত গাজাসহ আসামি দুজনকে ২৯/১/২০২৫ সকাল৭:০০ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়।