মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিচারপতি সৈয়দ তাজরুল হোসেন জুয়েলকে সরকারি কর্মকর্তাদের শুভেচ্ছা

সেনবাগ সংবাদদাতা:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর শাহাপুর নিজগ্রামে, আজ ৩১ জানুয়ারি, শুক্রবার দুপুরে ফুল দিয়ে বরণ করা হয়েছে হাইকোর্টের অতিরিক্ত মাননীয় বিচারপতি সৈয়দ তাজরুল হোসেন জুয়েলকে। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ থানার নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান।

বিচারপতি সৈয়দ তাজরুল হোসেনের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ রুহুল আমিন বিএসসি, চাচা চীফ ইঞ্জিনিয়ার নুরুল আমিন, পরিবার এবং এলাকার সহৃদয় বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন। বিচারপতির মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের।

এ উপলক্ষে গরীব অসহায় দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। বিচারপতি সৈয়দ তাজরুল হোসেন গ্রামবাসীদের সাথে এ সুযোগে মিলিত হয়ে সবার সাথে সেই আবেগপূর্ণ মুহূর্ত ভাগাভাগি করেন।