নওগাঁ জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে বুলডোজার কর্মসুচী

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁয় ছাত্রজনতার উদ্যোগে জেলা আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এক্সকাভেটর (বুলডোজার) দিয়ে অফিসটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।

পার্টি অফিসের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং নামফলক ভেঙে ফেলা হয়। এরপর এক্সকাভেটর ব্যবহার করে পুরো ভবনটি ভেঙে ফেলা হয়। এসময় মাইকে উচ্চস্বরে গান বাজিয়ে ছাত্রজনতা নেচে নেচে উদযাপন করে।

ঢাকার ঘটনার জের
এর আগের দিন (৫ ফেব্রুয়ারি, বুধবার) ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন ভাঙচুরের ঘটনায় ছাত্রজনতা ক্ষুব্ধ হয়। এরই ধারাবাহিকতায় তারা নওগাঁয় একই ধরনের কর্মসূচি পালন করে।

ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সীমাবদ্ধ থাকেন। তবে ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।