রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত গজারিয়া উপজেলার ভিটিকান্দি ও আনারপুরা এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় জে.এম.আই. ইন্ডাস্ট্রিয়াল পার্ককে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে’।
এছাড়া ৩ মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধি-বিধান প্রতিপালন করার সময়সীমা বেধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ডিরেক্টরকে এই দণ্ড আরোপ করা হয়। অপরদিকে এই একই আইনে বসুন্ধরা টিস্যু পেপার মিলকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান ও সিনিয়র কেমিস্ট সানোয়ার হোসেন।