১৮ জুলাই বৃহস্পতিবার, জুলাই গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ীতে পুলিশের গু*লিতে আহত আশিকুর রহমান হৃদয় গতকাল বিকাল ৩টায় ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ জুলাই বৃহস্পতিবার, জুলাই গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ীতে পুলিশের গু*লিতে আহত আশিকুর রহমান হৃদয় গতকাল বিকাল ৩টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শহীদ হৃদয়ের বাড়ি পটুয়াখালীর বাউফলে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সাহসী হৃদয়ে মৃ*ত্যু হয়। গত ১৮ জুলাই আন্দোলন চলাকালীন মাথায় ৩টা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন “জুলাই বিপ্লব❞ এর যোদ্ধা। মাথা থেকে ৩ টা গুলির মধ্যে ২ গুলি বের করতে পারলেও, ১ টা গুলি বের করা সম্ভব হয়নি। আর্থিক অনটনের কারণে ভালো কোন ডাক্তার দেখানো সম্ভব হয়নি।

হৃদয়ের বাবা রিক্সাচালক আনসার হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ❝আমার রিকশা আর একটা গরু বিক্রি করে যতটা পেরেছি করেছি। কিন্তু ছেলেকে বিদেশে বা উন্নত চিকিৎসা করাতে পারিনি। চিকিৎসার অভাবেই আমার ছেলে চলে গেলো।❞

হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ❝মাথায় গুলিটা থাকায় সব সময় ব্যথায় কষ্ট পেত। ওর উন্নত চিকিৎসার দরকার ছিল। কেউ সাহায্য করেনি। এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা।❞

হৃদয়ে বাবা ও বড় ভাইয়ের কথা গুলো রাষ্ট্রের আন্তরিকতার বহিঃপ্রকাশ। রাষ্ট্র, সরকার ও যারা হর্তাকর্তা আছে ও দাবী করে তারা কখনো হৃদয়ে মৃ*ত্যুর দায়ভার এড়াতে পারে না।

প্রশ্ন হলো—

১. যাদের র*ক্ত, ত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বসে বিলাসী ও আরাম-আয়েশে জীবন যাপন করতেছেন, তারা কি হৃদয়ে মৃ*ত্যু ও চিকিৎসার অবহেলা দায়ভার এড়াতে পারে?

২.জুলাই ফাউন্ডেশনে সরকারি ১০০কোটি টাকার বরাদ্দ সহ বিভিন্ন ব্যবসায়ী,সংস্থার থেকে আহতদের চিকিৎসা বাবদ নেওয়ার অর্থ কি হৃদয়ে সামন্য চিকিৎসার খরচের জন্য ছিলো না?

৩. সরকারি সুযোগ সুবিধা ও টাকা নিয়ে দল ঘোষণা, সরকারি টাকায় এলাকায় গিয়ে বিলাসিতা ও নির্বাচনী প্রচারণা, বড় বড় হোটেলে প্রোগ্রাম করা, ঈদের সময় ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি টাকায় পাঞ্জাবি বিতরণ করা,
কিন্তু হৃদয় শ্রমিক বলে কি, তার জীবনেও কোন মূল্য নেই?

ভুলে যাবেন না,যাদের র*ক্ত ও ত্যাগের উপর দাঁড়িয়ে আপনাদের বিলাসিতা, তাদের অবহেলা, অমর্যাদা করলে ইতিহাসও আপনাদের ক্ষমা করবে না! ইতিহাস অকৃতজ্ঞদের ক্ষমা করে না। আল্লাহ ক্ষমতা দেয়, আবার কেড়েও নেই।

অন্ততঃ দলমত, ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে যারা আন্দোলনে র*ক্ত দিয়েছে, সামনে থেকে সংগ্রাম করেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সম্মান ও মূল্যটুকু দেন। দয়া করে, এখানে পার্টি বা দল টেনেন না।