নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় আট বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চায়ের দোকানদার কাঞ্চন দাশকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাঞ্চন দাশ জামছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাঘমারা বাজার এলাকার গজেন্দ্র দাশের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নাস্তা কিনতে কাঞ্চন দাশের চায়ের দোকানে গেলে তিনি কৌশলে তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান, সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।