ভোলার ভূমি দস্যু বেলায়েতর লাগাম টানবে কে? হত্যা, সন্ত্রাস, ভূমি দখল যার নিত্যদিনের কাজ

নিজস্ব প্রতিবেদকঃ

ছবির চিহ্নিত এই ব্যাক্তির নাম বেলায়েত, উনি কোন পীর মুর্শিদ কিংবা অলি আল্লাহ নয়,
উনি হচ্ছেন
মদনপুর ইউনিয়নের চর বৈরাগীর ক্ষমতাসীন ব্যক্তি এবং নকিব চেয়ারম্যান এর বিশ্বস্ত লোক হিসেবে পরিচিত।
দলীয় প্রভাব ও নেতাদের ছত্রছায়ায় বেলায়েত কাচিয়া ইউনিয়নের
প্রায় বাড়ির রান্না ঘরের খবর রাখতেন, কার পাছায় কখন কার মাধ্যমে আ-ছোলা বাঁশ দেওয়া যায় এবং সালিশের মাধ্যমে দুই পক্ষ থেকে টাকা নিয়ে নিজের পকেট পুজো করাই বেলায়েতের কাজ।
এছাড়াও ঘাটদখল, জমিদখল, চাঁদাবাজিতে ওস্তাদ বলা যায়।

তথ্য সূত্রে জানা যায়,আওয়ামী শাসনামলে মদনপুরের চর বৈরাগীর ১ ইঞ্চি ভুমি তার ইশারা ছাড়া কেউ চাষ করতে পারতেন না এবং অসহায় কৃষক দিনমজুর ও জেলেদের জিম্মি করে
কামিয়ে নিয়েছেন কোটি টাকা।
তথ্য সূত্রে আরো জানা যায়,১৫ই আগষ্ট
আওয়ামী সরকার পতনের পর কিছু দিন নিরবতায় শোক পালনের পর আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে বেলায়েত।
এখন নতুন দলের সন্ধানে রাতের বেলায় আনাগোনা চোখে পড়ার মত।
বেলায়েত নতুন দলের ছত্রছায়ায় গিয়ে আবারো নতুন করে সন্ত্রাসের রাজ্য কায়েম ও ভূমিদস্যুতায় মরিয়া হয়ে উঠার আগেই তার লাগাম টানা এখনই জরুরী বলে মনে করেন ভোলার সচেতন মহল।যদি নতুন কোন দলের সাথে সম্পৃক্ত হয় তাহলে সান্ত মদনপুরার চর আবার অসান্ত হয়ে পড়বে। অতীতের কর্মকাণ্ডকে মাথায় রেখে তাকে প্রতিহত করার এখনি সময়