বন্যার স্রোতে উজানে উঠে আসা নদীর দৈত্য! ফেনীর মূহুরী নদীতে ধরা পড়ল বিরল ও বিশাল মাছ

নবজাগরণ প্রতিবেদক:ফেনী ৮ জুলাই ২০২৫
বন্যার স্রোতে উজানে উঠে আসা নদীর দৈত্য!
ফেনীর মূহুরী নদীতে ধরা পড়ল বিরল ও বিশাল মাছ
বন্যার পানি যেমন দুর্যোগ ডেকে আনে, তেমনি কখনো কখনো প্রকৃতির এক অবিশ্বাস্য চমকও নিয়ে আসে। এবার ফেনী জেলার সোনাগাজী, ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বিভিন্ন অংশে সেই চিত্রই ধরা পড়েছে। মূহুরী নদীর পাহাড়ি ঢল ও ভারতীয় অংশের অতিবৃষ্টির ফলে নদীতে পানি বিপজ্জনক হারে বাড়ছে। আর এই পানির ঢলে ভেসে এসেছে বিশাল আকৃতির কিছু বিরল প্রজাতির মাছ, যা দেখে এলাকাবাসীর চোখ ছানাবড়া!

নদীর স্রোতে ‘জলে উঠেছে সোনা’!
গত ৭২ ঘণ্টায় ফেনীর বিভিন্ন স্থানে বন্যার পানিতে মূহুরী নদী উপচে পড়েছে। এই সুযোগে পানির সঙ্গে ভেসে এসেছে বিশাল আকৃতির বোয়াল, আইড়, পাবদা ও বাঘাইড় জাতীয় মাছ। অনেক এলাকাবাসী জানান, জীবনে এমন বড় মাছ চোখে দেখেননি।

ফুলগাজী উপজেলার আমজাদ হোসেন নামের এক মাছ শিকারি বলেন,
“মরা খালে হুইলে দেখি পানি ঢইলাইতেছে। জাল ফালাইয়া ধরি, ভাবি নাই এইরকম ১৮ কেজির বোয়াল ধরা পড়ব। আমরা তো পুরা থমকি গেছি।”

একই রকম অভিজ্ঞতার কথা জানালেন সোনাগাজীর দক্ষিণ চরছান্দিয়া গ্রামের মাছ শিকারি বেলাল হোসেন।
“ভোরে বাঁশের ফাঁদে দেখি একটা বিশাল বাঘাইড় আটকা। ওজন কইরা দেখি ২২ কেজি! আগেই বিক্রি হইয়া গেলো, কেজি ১২৫০ টাকা দরে।”

বিরল প্রজাতির মাছ ধরা পড়ছে কেন?
মৎস বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির ফলে ভারত-ত্রিপুরা সীমান্তের উজান থেকে অনেক সময় বড় মাছগুলো ভেসে আসে। মূহুরী নদীর সঙ্গে যুক্ত বিভিন্ন ছোট খাল, বিল ও ডোবার সংযোগ থাকায় এসব মাছ বন্যার স্রোতে স্থানীয় খালেও চলে আসে। পানির উচ্চতা ও স্রোতের তীব্রতার কারণে গভীর পানির মাছ সাধারণত ভেসে উপরের দিকে উঠে পড়ে।

বন্যার কারণে বাঁধ বা রেগুলেটর খোলা থাকায় মাছগুলো বাধাহীনভাবে এগিয়ে আসছে, যা সাধারণ সময় একেবারেই সম্ভব নয়।

আনন্দ ও উদ্বেগ-দুই-ই
যদিও এ ঘটনাকে অনেকেই ‘ঈদের আগের প্রাকৃতিক উপহার’ হিসেবে দেখছেন, তবে এর পেছনে যে জলবায়ু সংকট ও সীমান্তের পানি ব্যবস্থাপনার ব্যর্থতা রয়েছে, সেটাও অস্বীকার করা যায় না। একই সঙ্গে, অযথা বড় মাছ ধরার হিড়িক পড়ে গেলে এই প্রাকৃতিক আশীর্বাদও ক্ষতির কারণ হতে পারে।

ছবিতে মুহূর্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ফেনীর গ্রামাঞ্চলের শিশু-কিশোর থেকে শুরু করে মাছ শিকারি প্রবীণরাও নিজেদের বিশাল মাছ হাতে নিয়ে ছবি পোস্ট করছেন। অনেক ছবিতে দেখা যাচ্ছে, দুই হাতে ধরাও যাচ্ছে না মাছ-এতটাই বড়! কেউ লিখেছেন, “জীবনে এমন মাছ দেখিনি”, কেউ বলছেন “এটা সিনেমার জিনিস মনে হইত।”

হতাশার মাঝেও নির্ঘুম কাটিয়ে মাছের দাম কমিয়েছে?
মূহুরী নদীর এই বিরল মাছের আগমন যেমন রোমাঞ্চ ও আনন্দের, তেমনি সতর্কতাও জরুরি। যদি আমরা সচেতনভাবে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদকে রক্ষা করি, তাহলে এমন চমকদার অভিজ্ঞতা আরও আসবে-আর যদি অতি লোভে মাছ নিধন করি, আগামী প্রজন্ম শুধু গল্পেই জানবে ‘বন্যায় আসা নদীর দৈত্যদের’ কথা।
গ্রন্থনা:মো:আবু তাহের পাটোয়ারী। বিস্তারিত জানতে পড়ুন www.thenabajagaran.com
#ফেনী #মূহুরীনদী #বন্যা২০২৫ #নদীরমাছ #প্রাকৃতিকচমক #নবজাগরণ