বেড়িয়ে এলো ডা. তাসনীম জারার আসল পরিচয়! উদীয়মান নেতৃত্বকে রুখতে অপপ্রচারের নোংরা খেলা

নবজাগরণ ডেস্ক:
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যখনই কেউ সাহসের সঙ্গে ভিন্ন ধারার চিন্তা, সততা ও তারুণ্যের শক্তি নিয়ে এগিয়ে আসে, তখনই এক শ্রেণির সুবিধাভোগী চক্র তাকে থামাতে উঠে পড়ে লাগে। আজ সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন ডাক্তার, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. তাসনীম জারা।

প্রতিভা ও মেধার প্রতীক
ডা. তাসনীম জারা শুধু একজন চিকিৎসক নন-তিনি একজন আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পাবলিক হেলথ বিশেষজ্ঞ, পেশাদার বক্তা এবং তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ এক নারী। তিনি ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ব্রাউন ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন, জাতিসংঘ, WHO-তে বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

রাজনীতিতে আগ্রহ কেন?
রাজনীতিতে তাসনীম জারার আগ্রহ এসেছে তার বাস্তব অভিজ্ঞতা ও মানবসেবার ধারাবাহিকতা থেকে। তিনি দেখেছেন, শুধুমাত্র চিকিৎসা নয়-সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ছাড়া জনস্বাস্থ্যের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই তিনি সরাসরি রাজনীতির মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে রাজনীতি মানে জনসেবা, রাষ্ট্র গঠনের সুযোগ। দুর্নীতিমুক্ত, বিজ্ঞানভিত্তিক এবং নারীবান্ধব নেতৃত্ব গড়ার প্রয়াসেই তার আগমন।

নোংরা অপপ্রচারের পেছনের খেলা
সম্প্রতি কিছু ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এবং ছদ্ম মিডিয়া তার নামে বিকৃত ছবি, মিথ্যা সম্পর্ক এবং ভিত্তিহীন গল্প ছড়াতে ব্যস্ত। এসব অপপ্রচারের উদ্দেশ্য অত্যন্ত সুস্পষ্ট-তাকে সামাজিকভাবে হেয় করা, ভীত করা এবং তার রাজনৈতিক সম্ভাবনা ধ্বংস করা।

আমরা দেখেছি অতীতে:
ডা. তাসনীম জারার ক্ষেত্রে এসব অপচেষ্টা নতুন নয়, তবে এর মোকাবিলা করতে হবে নতুন কৌশলে।

কারা এই অপপ্রচারের পেছনে?
তথ্য পর্যালোচনা করে দেখা গেছে-
কয়েকটি ভুয়া ফেসবুক পেইজ ভারতীয় সার্ভার থেকে চালানো হচ্ছে।

কিছু চ্যানেল ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বিকৃত ভিডিও ও ভয়েস জেনারেশন।

রাজনৈতিকভাবে প্রভাবশালী কয়েকজন তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক তা চায় না, সেখান থেকেও অপপ্রচারের উৎস হতে পারে।

আমাদের করণীয় কী?
১. অপপ্রচারের জবাব তথ্য দিয়ে দিতে হবে-যথাযথ ডকুমেন্ট, প্রামাণ্য ভিডিও, ও সংবাদসূত্র দিয়ে।
২. তরুণদের বিশ্বাসযোগ্য নেতৃত্ব গঠনের আন্দোলনে সক্রিয় হতে হবে।
৩. আইনি ব্যবস্থার মাধ্যমে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৪. স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যম, যেমন ‘নবজাগরণ’, এ ধরনের তথ্য যাচাই করে সাহসী প্রতিবেদন প্রকাশ করতে হবে।
৫.উদীয়মান তারুণ্যের ভরসা
তাসনীম জারা একজন প্রতীক-সাহসী নারী নেতৃত্বের, মেধা ও মানবিকতার মেলবন্ধনের। তাকে হেয় করে থামানো যাবে না, বরং এই অপচেষ্টা তাকে আরও পরিচিত, আরও জনপ্রিয় করে তুলছে। ইতিহাস বলে, সত্য শেষ পর্যন্ত জিতেই যায়।

নির্বিশেষে তাসনীম জারাদের পাশে দাঁড়াতে হবে সচেতন জনগণকে!
একটি নতুন বাংলাদেশ গড়তে চাইলে, তাসনীম জারার মতো মেধাবী ও সৎ নেতৃত্বকে আগলে রাখতে হবে, উৎসাহ দিতে হবে এবং অপপ্রচারের মুখে চুপ না থেকে সোচ্চার হতে হবে।
www.thenabajagaran.com
#DrTasnimZara #তাসনীম_জারা #নারী_নেতৃত্ব #তরুণ_নেতৃত্ব #BangladeshPolitics #নবজাগরণ