মো:আবু তাহের পাটোয়ারী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রাম-এই মাটিতেই ৫ জুলাই জন্ম নিয়েছিলেন এক সাহসী সন্তান, যিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন এক অনন্য ইতিহাসের অংশ। তিনি বীরমুক্তিযোদ্ধা মো: আবু তাহের মির্জা।
আজ ৫ জুলাই তাঁর ৭৫তম জন্মদিনে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি সেই মহান যোদ্ধাকে, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, রণাঙ্গনে বুক চিতিয়ে লড়েছেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। ১৯৭১-এর রণক্ষেত্রে তাঁর দৃপ্ত পদচারণা কেশারপাড়ের গর্ব, আর সমগ্র জাতির অহংকার। যুদ্ধোত্তর বাংলাদেশে তিনি শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, বরং একজন ন্যায়বান, সাহসী লেখক গবেষক এবং সমাজ সচেতন নাগরিক হিসেবে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
বাহ্যিক চাকচিক্যের পেছনে না ছুটে, তিনি গ্রামের সাধারণ মানুষের পাশে থেকেছেন, তাঁদের সুখ-দুঃখে অংশ নিয়েছেন। তাঁর জীবনাদর্শ আজকের প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আজ যখন আমরা তাঁর ৭৫তম জন্মবার্ষিকী পালন করছি, তখন তাঁর জীবনের নানা দিক ফিরে দেখার সুযোগ পাচ্ছি। তাঁর সাহস, আদর্শ, নিষ্ঠা ও দেশপ্রেম আমাদের মনে করিয়ে দেয়-বীরেরা অস্তিত্বের মধ্যেই জীবন্ত ইতিহাস হয়ে থাকেন।
প্রিয় আবু তাহের মির্জা ভাই, আপনার সুস্থতা, দীর্ঘায়ু ও মানসিক প্রশান্তি কামনায় আমরা আপনাকে জানাই হৃদয়ের গভীর শ্রদ্ধা। আজকের এই শুভদিনে আপনার পরিবারের সকল সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং কেশারপাড় ও সেনবাগবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
জয়তু বীরমুক্তিযোদ্ধা মো: আবু তাহের মির্জা!
জয়তু আমাদের স্বাধীনতা সংগ্রামের অগ্নিসন্তান!
লেখক: সম্পাদক ও প্রকাশক-নবজাগরণ।