জলের চেয়ে আগুন বেশি, তবু মানুষ বাঁচে সাহস নিয়ে!

জলের চেয়ে আগুন বেশি,
তবু মানুষ বাঁচে সাহস নিয়ে!

(ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর
-কুমিল্লার বন্যা বাস্তবতায় এক বিপ্লবী কবিতা)
মো:আবু তাহের পাটোয়ারী:

জল নামে শুধু আকাশ থেকে না-
নামে রাজনীতির মিথ্যে প্রতিশ্রুতির ফাঁকে,
নামে খাল বিল ভরাট করা দুর্নীতির চোরা গলিতে,
নামে উন্নয়নের নামে উন্নাসিক লাশবাহী স্রোতে।

আজ ফেনী হাঁটুজল নয়-
গলায় পানি, বুকের উপর সন্তান;
নোয়াখালী আর কান্দে না,
চিৎকার করে, ধ্বংস দেখে একশো বার!

লক্ষ্মীপুরের মাটিতে পাটাতন ভেসে চলে,
আর কুমিল্লার ঘরে ঘরে
ছেলের বই ভিজে কাদায় মিশে যায়-
এটাই কী স্বাধীনতা? এটাই কী উন্নয়ন?

তবু যখন কেউ বলে: “আমি যাচ্ছি”-
জীবনবাজি রেখে বাঁচাতে আরেকটা প্রাণ,
তখন ওরা কেবল উদ্ধারকারী না-
ওরা এই রাষ্ট্রের হারানো বিবেক, সত্যিকারের মহান!

জোয়ারে নয়, ওরা ওঠে উত্তাল করে বাঁচার ইচ্ছায়-
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সাহসের ঘরে টাঙিয়ে রাখে পতাকা!
ওরা বলে না “সাহায্য আসবে”,
ওরা বলে “চলো, আমরা-ই হবো বিপ্লব!”

তোমার মন্ত্রী এসবে আসে না-
তারা আসে হেলিকপ্টারে ছবি তুলতে।
কিন্তু, যে যুবক ছিঁড়ে ফেলে নিজের লুঙ্গি
জীবন দিয়ে টেনে তোলে এক মা-বোনকে-
সে-ই এই ভূখণ্ডের আসল রক্ষক!

তাই বলি-
এই জলের নিচে লুকানো আগুনে,
আমরা আবার জাগবো নতুন রাষ্ট্রভারের শপথে।

২/আগুনের জল, বর্ষার কান্না
(ফুলগাজীর বানের নদী)

রাত বাড়ে… দূর আকাশে বাজে বিদ্যুৎ নিনাদ,
ঘুম নয়, কান্না খোঁজে নিঃশব্দ ঘরে নিরুপায় জনতার আধার।
ছিন্ন কুটির, ভাঙা চৌকি-
জলে ভাসে বুকের শেষ সম্বল, স্মৃতির দেয়াল…

বানের জল যেনো বিষাক্ত আগুন,
দেয়ালের গায়ে ঠেকছে মৃত্যুর স্পর্শ।
মায়ের কোলের শিশু কাঁদে, বাবার চোখে ঝড়-
এই তো আমার গ্রাম! ফুলগাজী নাম তার।

গবাদি পশুর হাহাকার,
ভাঙা রাস্তার মতো বুকটাও ফেটে যায়-
কে শোনে সেই আর্তনাদ? কে দেখে সেই কান্না?
শুধু আকাশ… অন্ধকার আর বৃষ্টির অসীম ভয়।

দিগন্ত জুড়ে কেবল জল… আর জল,
আশ্রয় খোঁজে নিঃস্ব মানুষ-
পেছনে ফেলে আসে দোতলার স্মৃতি,
কাগজে মোড়া ছবির অ্যালবাম, পানের বাটা, চুলোর আগুন।

কে বলে বৃষ্টি শুধু প্রেমের গান গায়?
আমরা দেখেছি বৃষ্টিরও দাহ আছে-
সে কাঁদায়, জ্বালায়, ডুবিয়ে দেয় সর্বনাশের দরিয়ায়।
বর্ষা মানে তো সবসময় রবীন্দ্রসংগীত নয়, ভাই!

এই রাতের পিছে লুকিয়ে আছে
অসংখ্য বেদনার প্রলাপ,
নিশীথ রাতে ফুলগাজীর বুক ভাসায়
এক নদী কান্না… এক স্রোত আত্মার রক্ত।

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা-
তোমাদের কান্না হবে আগামীর বিজয়ের বাঁশি!