নবজাগরণ অনলাইন রিপোর্ট:১৫ জুলাই ২০২৫
২০২৪ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে গণ-অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনের সময়ে আহত সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এ উপলক্ষে আহত সাংবাদিকদের কাছ থেকে নির্ধারিত কাগজপত্রসহ আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
পিআইবি জানায়, এই প্রশিক্ষণের লক্ষ্য হলো গণতান্ত্রিক উত্তাল সময়ে সাংবাদিকদের মানসিক ও পেশাগত সহায়তা প্রদান করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। যারা সরাসরি পেশাগত দায়িত্ব পালনকালে আহত হয়েছেন, শুধু তারাই এই প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ থেকে ২২ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন পাঠাতে পারবেন সরাসরি এবং ই-মেইলের মাধ্যমে।
মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ছাড়া [email protected] অথবা, [email protected] ঠিকানায় ই-মেইল পাঠিয়েও আবেদন করতে চাইলে করা যাবে।