নবজাগরণ রিপোর্ট:জুলাই ১৮ ২০২৫
আজকের দিনটি হয়ে থাকবে স্মরণীয়-মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের রাজপথে যে তারুণ্যের ঢল নামল,তা ছিল ইতিহাসের পাতায় লেখা রাখার মতো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডাকে“জুলাই পদযাত্রা”আজ শুধু একটি কর্মসূচিই ছিল না,বরং তা ছিল এক নতুন বাংলাদেশের গর্ভস্রোত। এই জনস্রোত ছিল অতীতের ব্যর্থতা,নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জাতির প্রতিবাদ।
সকালে মুন্সিগঞ্জের লৌহজং মোড় থেকে শুরু হয় পদযাত্রা, নেতৃত্ব দেন এনসিপি চেয়ারম্যান নাহিদ ইসলাম। তার সাথে ছিলেন দলের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় যুবনেতা মাহমুদ হোসেন সাব্বির, ছাত্রনেতা রেদওয়ান আদনান,সাংগঠনিক সম্পাদক আহমেদ সাকিব,নারী সম্প্রীতি ইউনিটের প্রতিনিধি শারমিন তাসনিম সহ আরও অনেকে।
পরে দুপুরে নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে গোটা শহরজুড়ে এক অভূতপূর্ব জনজোয়ার তৈরি হয়। বর্ণিল ব্যানার, শ্লোগান আর মুখে মুখে “নতুন সংবিধান চাই”, “সবার জন্য শিক্ষা, সবার জন্য রাষ্ট্র”-এই আহ্বান ছিল গগনবিদারী।
পদযাত্রায় নারায়ণগঞ্জের স্থানীয় নেতা ইঞ্জিনিয়ার তারেক মাহমুদ, সিনিয়র অ্যাডভোকেট আফসার হোসেন, সাংগঠনিক কর্মী লিমন ইসলাম এবং নারী কর্মী জান্নাতুল ফেরদৌস সহ শত শত তরুণ-তরুণী অংশ নেন।
এই পদযাত্রা প্রমাণ করে দিয়েছে, রাজনীতির স্টিয়ারিং এখন ঘুরে গেছে যুবসমাজের হাতে। পুরনো ধাঁচের রাজনৈতিক জোট ও হাইব্রিড নেতৃত্বের প্রতি মানুষ আর আগ্রহী নয়। তারা নতুন চিন্তা, নতুন নেতৃত্ব, নতুন সংবিধান ও সমাজবদলের সাহসী নকশার পেছনে ঝাঁপিয়ে পড়েছে।
তারুণ্যের মুখে উচ্চারিত হয়েছে-
“নির্বাচন নয়,পরিবর্তন চাই। সংবিধান নয়,পুনর্নিমাণ চাই। পদযাত্রা নয়-মুক্তিযাত্রা শুরু হোক।”
জাতীয় নাগরিক পার্টির এই কর্মসূচি আগামীদিনের স্বপ্ন-সংবিধান, তারুণ্যনির্ভর রাষ্ট্রকাঠামো ও গণতন্ত্র পুনর্গঠনের এক স্পষ্ট ইশতেহার। এই জনমতকে আর থামানো যাবে না-কাগজের নিয়মে নয়,জনতার ঢেউয়ে বদলে যাবে ভবিষ্যতের বাংলাদেশ।
আপনারা এই পোস্টে মন্তব্যে লিখুন-
আপনি কি নতুন সংবিধান ও রাষ্ট্রকাঠামোর পক্ষে?