নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন নগরবাসী।
রোববার বেলা ১১টায় রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী ‘গায়েবানা জানাজার’ আয়োজন করেন নগরের সাতমাথা এলাকার বাসিন্দারা।
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে রংপুর নগরের যোগাযোগের অন্যতম প্রধান পথ জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে।
চলতি বর্ষা মৌসুমে এই পথে দুর্ভোগ আরও বেড়েছে। অথচ সড়কটি সংস্কারে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ।
সড়কটি সংস্কারে নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করেন সাতমাথা এলাকার বাসিন্দারা। মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে সাতমাথা রেল গেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন সড়কে ‘গায়েবানা জানাজা’র আয়োজন করেন তারা।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। জানাজা শেষে তারা প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল বের করেন।
স্থানীয় বাসিন্দা লতিব মিয়া বলেন, সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে ছোট গাড়িগুলো উল্টে যায়।
পথচারী বিপ্লব সরকার বলেন, সিটি করপোরেশন শুধু ট্যাক্স আদায় নিয়েই ব্যস্ত, জনগণের ভোগান্তি নিয়ে তাদের যেন কোনো মাথাব্যথা নেই।
প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিলটি সাতমাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরের কোনও কর্মকর্তা কথা বলেননি।