মো:আবু তাহের পাটোয়ারী:
একদিকে চলছিল সামনের সারির সংগঠকদের ওপর গুম, হামলা ও নিপীড়নের বেপরোয়া অভিযান-অন্যদিকে চলছিল আন্দোলনের ভেতরেই ঢুকে পড়া এজেন্ট ও বিভ্রান্তির ফাঁদে চক্রান্তের নগ্ন পাঁয়তারা। ঠিক সেই অন্ধকার সময়েই একটি নতুন সূর্যোদয়ের আলোকচ্ছটা হয়ে আসে ঐতিহাসিক ‘৯ দফা’ ঘোষণা।
এই ৯ দফা শুধু কিছু দাবি ছিল না-এটা ছিল এক অভ্যুত্থানপন্থী জাতির নতুন ইশতেহার। ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। মুহূর্তেই এই দাবিসমূহ তরুণ-ছাত্র-জনতার মধ্যে আশার সঞ্চার ঘটায় এবং গণঅভ্যুত্থানের স্ফূলিঙ্গ তীব্রতর করে তোলে।
শিক্ষার্থীরা তখন থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল অভাবনীয় সংহতি, শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতার সঙ্গে। ৯ দফা ক্রমশ রূপ নেয় একদফায়-শাসনব্যবস্থা পাল্টাও, নতুন বাংলাদেশ গড়ো। সরকারের বেপরোয়া আচরণ, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং প্রশাসনের নির্লজ্জ ভূমিকা মানুষকে ছাত্রদের পক্ষে দাঁড়াতে বাধ্য করে।
রংপুরে ছাত্রনেতা আবু ছাইদ হত্যাকাণ্ড হয়ে ওঠে আন্দোলনের মোড় ঘোরানোর ঐতিহাসিক ট্রিগার-যে আগুনে পুড়ছিল দেশের বিবেক, সেখানে ছাইদ হত্যাই ঘি ঢেলে দেয়।
আমি জানতাম, সরকার এখানে থামবে না। আর কোনো রাজনৈতিক দলেরই সেই সক্ষমতা বা ইচ্ছা নেই এই রাষ্ট্রদৈত্যের সামনে দাঁড়ানোর। তবুও, মানুষ পেরেছিল, কারণ সঙ্গে ছিল শ্রেষ্ঠতম তরুণ প্রজন্মের আত্মত্যাগ।
তখন ঘোষণা এলো কারফিউ। আমরা, কিছু সাহসী সাংবাদিক, ডিএমপি থেকে প্রথম দিনই কারফিউ পাস সংগ্রহ করে নেমে পড়ি রাস্তায় সাথে হোন্ডা-একটিই উদ্দেশ্য, কোনোভাবে এই ন্যায্য ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানো। সাংবাদিক নেতারা চুপ থাকলেও আমরা ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের এফবিজেও এর চেয়ারম্যান এসএম মোরশেদ এর নেতৃত্বে আমি মহাসচিব এসএম হানিফ আলী
;আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএম তোহা;মাসুদুনবী নুহু সহ আরো কয়েকজন মিলে;কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ ও অবস্থান কর্মসূচি নিয়ে সকাল ১১ ঘটিকায় দাঁড়াই ব্যানার নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে-এই আন্দোলন একদিন ইতিহাস হয়ে উঠবে, তা আমরা জানতাম।আমরা কয়েকজন আহত রক্তাক্ত গ্রেফতার হতে হয়।
অবশেষে সেই ইতিহাস সৃষ্টি হয়- জুলাই বিপ্লব কেবল একটি আন্দোলন নয়,
এটি ছিল এক জাতীয় নবজাগরণের পুনর্জন্ম।
এবার ইতিহাস লিখছে নতুন হাত, আর কলম ধরা সেই সাহসী প্রজন্মের কাছে।
লেখক :সম্পাদক -নবজাগরণ জুলাই যোদ্ধা -আহত সাংবাদিক
বিস্তারিত জানতে পড়ুন শেয়ার করুন অনলাইনে পড়তে :
www.thenabajagaran.com