গেরামের তারা চাচার খোলা চিঠি

গেরামের তারা চাচার খোলা চিঠি

প্রাপক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
প্রেরক: তারা চাচা, গেরামের খোলা মন ও গরিবের পক্ষ হইতে

চাচাগো;
আসসালামু ওলাইকুম
আমি শহুরে লোক না, মাইক্রোফোনে কথা কই না, আমাগো গেরামের মানুষ গলা চিড়া কইরা কথা কয়। আপনারে চিঠি লিখতেছি এই আশায়-হয়তো একদিন এই চিঠি আপনার জানালায় বাতাসে উড়তে উড়তে ঢুইকা যাইব।

চাচাগো, আপনি তো আইছিলেন নতুন হাওয়ার আশা দিয়া-বালিশের ভেতর বাতাস না, বুকের ভেতর সাহস লইয়া। মনে হইছিল, এইবার হয়তো কেহ থামাইতে পারবো না এই বদলের ট্রেন। কিন্তু এখন দেখি ট্রেন থাইমা গেছে-ইঞ্জিন ঠান্ডা, কেবিনে নিঃস্তব্ধতা।

চাচাগো, এই যে আপনার স্বাস্থ্য উপদেষ্টা, তিনি তো নিজেই বাতাস চান। রোগীরা তাঁর চিন্তায় আরও রোগী হইতেছে। হাসপাতালে শুইয়া থাকা মানুষগুলা চোখে আলো না পাইয়া কাঁদে-তখন উনারা কী করেন?
আর চাচা, আপনি মাইলস্টোন নামের যে জ্বালায়া পুড়ায়া দেওয়া ঘটনা-তারে একটুও ছুইলেন না? ২৯টা বাচ্চা আগুনে গলা পইড়া ছাই হইয়া গেল, আপনি একটা বাণীও দিলেন না? এই দেশ কার?

শিক্ষা উপদেষ্টা, সচিব আর কত রকম চাকা চাকা মুখ-এতসব হিসাব বুঝি না চাচা। আমি শুধু জানি-সাড়ে ছয় লাখ পোলা-মাইয়া ফেল করছে। এতগুলো প্রাণ-এরা কি দেশের ভার না?
ওদের ফেল করানো হইছে, ওরা নিজেরা ফেল করে নাই। ব্যবস্থা ফেল করছে, পদাধিকারীরা গাফিলতি করছে। চাচাগো, এই ব্যবস্থা বদলাতে না পারলে আপনি কিসের নেতৃত্ব দেন?

মনে হয় কিছু উপদেষ্টা চুপ মেরে ঠান্ডা বাতাস খায়। দেশটা গরম-মানুষ পুইড়া খাচ্ছে, বাচ্চা হারায়ে পাগল হইয়া যাইতেছে-আর আপনার উপদেষ্টারা শীতাতপ নিয়ন্ত্রিত বাক্সে বসে দেশের তাপ বোঝে না।
এসি খুলে চাচা, ওদের হাতে একটা করে হাতপাখা দেন-যাতে বোঝে গেরামের বাতাস কেমন গায়ে লাগে।

চাচাগো, দেশের গরিবরে দয়া কইরেন, মাটির গন্ধ ভুলে যাইয়েন না। চোরেরা আগের মতই ঘাপটি মাইরা বসে আছে। আপনি যদি কঠিন না হন, তারা আবার লাফাইয়া উঠবে।
চাচাগো, এখনো সময় আছে, এখনো মানুষ চায় আপনারে-তেজে, দহনে, সৎ সাহসে। চুপ থাকলে চলবে না, জনগণের ডাক শুনেন, আগুনের দিকে তাকান।

বিনীত:
তারা চাচা
(গেরামের মানুষ, হোগলার বিছানায় শোয়, কিন্তু দেশের হালচাল ঠিকই বোঝে)

এই চিঠি যদি আপনার মনের কথা হয়-তাহলে শেয়ার করেন, আর যদি ক্ষমতার আসনে বসা কারো ঘুম না ভাঙে, তাইলে কইরা ভাঙান।
গ্রন্থনা:আতাপা। ২৫ জুলাই ২০২৫
অনলাইনে পড়তে www.thenabajagaran.com