নিজস্ব প্রতিবেদক:নবজাগরণ ডেস্ক
৩১ জুলাই ২০২৫,বৃহস্পতিবার বিকাল ৪.০০টা
স্থান:সেনবাগ,নোয়াখালী
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহযোগী সংগঠন সেনবাগ উপজেলা মাধ্যমিক আদর্শ শিক্ষক সংগঠনের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার আদর্শ, শিক্ষক সমাজের মর্যাদা ও নৈতিক দায়িত্ব বিষয়ে প্রাজ্ঞ মতামত ও বাস্তবভিত্তিক আলোচনা উঠে আসে এ আয়োজনে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজবাগ এশফাকুল হক মান্না আলিম মাদরাসার সহযোগী অধ্যাপক, হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আবছার।
তিনি বলেন-
“এই উপমহাদেশে ইসলামি শিক্ষা ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে যাঁরা ইতিহাস গড়েছেন, তাঁদের বেশিরভাগই ছিলেন শিক্ষক। আজ আমাদের প্রয়োজন সেই আদর্শ শিক্ষককে পুনরুদ্ধার করা, যিনি কেবল পাঠদানের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবেন না, বরং সমাজ রূপান্তরের এক বিশাল শক্তিতে পরিণত হবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ডমুরুয়া ইউনিয়ন এর কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক এনায়েতপুর আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল, হযরত মাওলানা মোহাম্মদ হানিফ।
তিনি জোর দিয়ে বলেন-
“শিক্ষক সমাজ যদি তাদের আত্মমর্যাদা ও আদর্শিক অবস্থানকে দৃঢ় করে, তাহলে শুধু শিক্ষা ব্যবস্থা নয়- গোটা সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন সম্ভব। কিন্তু তা হতে হবে সংগঠিতভাবে, সুদৃঢ় নেতৃত্বের অধীনে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
সেনবাগ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষানুরাগীরা।
বক্তারা সবাই একমত হন যে,
শিক্ষককে এখন শুধু ক্লাসরুমে পাঠদানকারী নয়, বরং জাতি গঠনের মূল চালিকাশক্তি হিসেবে দেখতে হবে।
বর্তমানে শিক্ষা ক্ষেত্রে যে অবমূল্যায়ন চলছে,তা বন্ধ করতে হলে নীতিনিষ্ঠ শিক্ষক সংগঠন গড়ে তুলতে হবে।
‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’তার চিন্তাধারায় নতুন যুগের সূচনা করতে পারে, তবে তাকে হতে হবে আরও মেধাবী, সংগঠিত ও গণমুখী।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
১.সেনবাগ উপজেলায় শিক্ষক সমাজের সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মশালা আয়োজন
২.শিক্ষানীতির সংস্কার বিষয়ে কেন্দ্রীয় ফেডারেশনে প্রস্তাবনা প্রেরণ
৩.প্রতিটি মাদ্রাসা ও বিদ্যালয়ে অন্তত একজন ‘আদর্শ শিক্ষক প্রতিনিধি’ নিযুক্ত করার পরিকল্পনা
৪.আগামী অক্টোবর মাসে একটি বড় আকারের সম্মেলনের প্রস্তুতি গ্রহণ
এই সভা ছিল শুধুই একটি আনুষ্ঠানিক মিলনমেলা নয়; বরং ছিল একটি আদর্শভিত্তিক শপথ গ্রহণের দিন। এখানে উপস্থিত শিক্ষকরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, তাঁরা জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতার সেই পুরনো বাতি আবার জ্বালাবেন, যে আলোয় বাংলাদেশ বদলাবে।
প্রতিবেদন:নবজাগরণ প্রতিবেদক দল
📞 আপনার এলাকার এমন আয়োজনে আমাদের জানাতে যোগাযোগ করুন।