নিজস্ব প্রতিবেদকঃ
০৫ আগস্ট,২০২৫ মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পল্টন মোড়ে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, অধ্যাপক মিয়া মো.গোলাম পারওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমীর জননেতা মো. নুরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণদের আইকন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নেতা কর্মীসহ সর্বন্থরের জনতা।
এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ এর রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। পরে আহতদের আশু রোগমুক্তি আর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দকে নিয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।