বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২১ জুলাই ঢাকার দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত। উক্ত মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এবং এমন জাহিদ আহমেদ। সভাপতিত্ব ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মাওলানা শামসুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কন্ঠ বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব জানে আলম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব হাইয়ূল উদ্দিন খান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন বেদন, মোঃ আমীর হোসেন কোষাধ্যক্ষ, মোঃ মকবুল হোসেন প্রচার সম্পাদক ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সোলায়মান মিয়া। শহীদদের স্মরণে মিলাদ ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হক।