নবজাগরণ রিপোর্ট
কিশোরগঞ্জ প্রতিনিধি:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নবজাগরণ-এর জেলা রিপোর্টার মোঃ আজিজুল হককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন করিমগঞ্জ উপজেলার এক জনপ্রতিনিধি।
অভিযোগ অনুযায়ী,করিমগঞ্জ উপজেলার ৭নং সুতারপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী মুক্তা আক্তার এবং তার সহযোগীরা দীর্ঘ ১৭ বছর ধরে সরকারি ভূমি দখল করে রেখেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ এবং জনসমক্ষে কথা বলায় ক্ষুব্ধ হন মুক্তা আক্তার।
সম্প্রতি মোবাইল ফোনে মুক্তা আক্তার সাংবাদিক আজিজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন। হুমকির ভয়াবহতা বর্ণনা করে তিনি বলেন-
“তুই যদি বাড়িতে আসোস, তোকে জবাই করে তোর রক্ত দিয়ে গোসল করব,নদীর পানি লাল করে দেব।”
আজিজুল হকের কাছে এই ঘটনার অডিও রেকর্ড রয়েছে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত।
ঘটনার পর সাংবাদিক আজিজুল হক করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫০৫) করেন। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মাহবুব মোর্শেদ জানান-
“অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”
সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত জনপ্রতিনিধিকে গ্রেপ্তার এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।