নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী বক্সগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনায় দেখা যায়, করিম উল্লাহ ভেন্ডার পেয়েছেন ১৭৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক তালুকদার পেয়েছেন ১০৩ ভোট, আবুল খায়ের পেয়েছেন ৬৬ ভোট এবং গিয়াস উদ্দিন তারেক পেয়েছেন মাত্র ৩ ভোট। ফলে বিপুল ভোটে করিম উল্লাহ ভেন্ডার সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম আজাদ, যিনি নিরপেক্ষ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি এবং প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি
সভাপতি নির্বাচিত হওয়ার পর করিম উল্লাহ ভেন্ডার ব্যবসায়ী সমাজ ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন
“আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে সর্বাত্মক চেষ্টা করব। দলীয় প্রভাব ও চাঁদাবাজি মুক্ত বাজার গড়তে সবার সহযোগিতা চাই।”
বাজার কমিটির সামনে চ্যালেঞ্জ
নবনির্বাচিত কমিটির সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বাজারে যানজট নিরসন;মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ;আধুনিক ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থা;বৈধ ইজারাদার ছাড়া চাঁদাবাজি দমন;
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা;সুপেয় পানি,টয়লেট ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা ও নির্ধারিত স্থানে ফেলার নিয়ম কার্যকর করা;সিএনজি-অটোরিকশার জন্য স্ট্যান্ড নির্ধারণ;ক্রেতাদের প্রতি ব্যবসায়ীদের আচরণ নিয়ে সচেতনতা সভা আয়োজন;ভ্রাম্যমান ব্যবসায়ীদের বিষয়ে নীতিমালা প্রণয়ন;বছরে অন্তত একটি চিত্তবিনোদনমূলক আয়োজন।
করিম উল্লাহ ভেন্ডার একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ও উদীয়মান সমাজসেবক হিসেবে সবার কাছে ইতোমধ্যেই পরিচিত। ব্যবসায়ী সমাজের প্রত্যাশা,তাঁর নেতৃত্বে বক্সগঞ্জ বাজার একদিকে যেমন হবে আধুনিক ও নিরাপদ,অন্যদিকে স্থানীয় অর্থনীতির উন্নয়নের পথিকৃৎ।