মো:আবু তাহের পাটোয়ারী:
৫ আগস্টকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে,তারা হয় ইতিহাসের পাঠ ভুলে গেছে, নয়তো ইচ্ছাকৃতভাবে জনগণকে হতাশ করতে চায়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যে বলা হয়েছে-৫ আগস্ট নাকি মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শ ভেঙে পড়েছে। এই কথাটি শুধু ভুল নয়, বরং জনগণের রক্তের সাথে নির্মম উপহাস।
মুক্তিযুদ্ধের আদর্শ কী ছিল?
১৯৭১-এ বাঙালি জাতি রক্ত দিয়ে একটি রাষ্ট্র গড়ে তুলেছিল স্বাধীনতা, ন্যায়, সমতা আর মানবিক মর্যাদার জন্য। সেই মুক্তিযুদ্ধের মূল চেতনা কখনো ক্ষমতার দালালি নয়, কখনো বিদেশি প্রভুর পদলেহন নয়,কখনো জাতির সম্পদ লুণ্ঠন নয়। মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল-
শোষণমুক্ত সমাজব্যবস্থা,
মানুষের অধিকার প্রতিষ্ঠা,
দমন-অবিচার ভেঙে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন।
৫ আগস্টের বিজয় কী প্রমাণ করে?
২০২৪ সালের জুলাই মাসে বাঙালি ছাত্র-জনতা,শ্রমিক-কৃষক, সাংবাদিক-শিল্পী ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের রক্ত, তাদের আত্মত্যাগে কেঁপে উঠেছিল শাসকগোষ্ঠীর প্রাসাদ। আর সেই ধারাবাহিকতায় ৫ আগস্ট হলো শোষক রাজনীতির পতনের দিন।
পরাজিত হয়েছে: নীতিহীন দলীয় রাজনীতি, চাটুকার দালাল গোষ্ঠী, ভারতের দালালি করা পাচাটা দলদাস শ্রেণি,রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী দুর্বৃত্তরা।
বিজিত হয়নি: মুক্তিযুদ্ধের আদর্শ, জনগণের অধিকার, শহীদদের রক্তের শপথ। বরং এগুলো আরও শাণিত হয়েছে।
পরাজিত কারা?
তারা পরাজিত হয়েছে,যারা মুক্তিযুদ্ধকে দলীয় সম্পদ ভেবেছে।তারা পরাজিত হয়েছে, যারা জাতির স্বাধীনতাকে ভারতের পদলেহনে বিকিয়ে দিয়েছে।তারা পরাজিত হয়েছে,যারা লুটপাটে দেশকে দেউলিয়া করেছে।
তারা পরাজিত হয়েছে, যারা পুলিশ-প্রশাসন দিয়ে জনগণের কণ্ঠরোধ করেছে। মুক্তিযুদ্ধ নয়-পরাজিত হয়েছে বিশ্বাসঘাতকতার রাজনীতি।
জনগণের অর্জন ৫ আগস্টের বিজয় কেবল একটি তারিখ নয়-এটি জনগণের অটল ইচ্ছার প্রতীক। এ দিন বাঙালি
প্রমাণ করেছে-
শাসকগোষ্ঠীর বন্দুক জনগণের ইচ্ছাকে পরাজিত করতে পারে না।বিশ্বাসঘাতক চক্র বারবার ষড়যন্ত্র করবে, কিন্তু বারবারই জনগণ জেগে উঠবে।মুক্তিযুদ্ধের আদর্শ বারবার নতুন রক্তে, নতুন প্রজন্মে পুনর্জাগরিত হবে।
জুলাই বিপ্লবের ধারাবাহিকতায়-
জুলাই বিপ্লব দেখিয়ে দিয়েছে-বাংলাদেশের ভবিষ্যৎ নতুন। সেই ভবিষ্যৎ গড়ে উঠবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যেখানে রাষ্ট্র হবে জনগণের, শোষকের নয়। যেখানে দালাল রাজনীতি নয়, প্রতিষ্ঠিত হবে নাগরিক অধিকার, যেখানে নতুন সংবিধান হবে মুক্ত মানুষের মেনিফেস্টো।
বিবেকের কাছে প্রশ্ন-
ফজলুর রহমানেরা বলবেন-মুক্তিযুদ্ধ পরাজিত। কিন্তু রক্তাক্ত মিছিলের শহীদরা,অগ্নিদগ্ধ ছাত্ররা,আহত শ্রমিকরা, দেশপ্রেমিক সাংবাদিকরা বলছে-না, মুক্তিযুদ্ধ কখনো পরাজিত হয় না।
পরাজিত হয় চাটুকার, দালাল,লুটেরা আর প্রতারকেরা।
৫ আগস্ট প্রমাণ করেছে-
মুক্তিযুদ্ধের আদর্শ জীবিত।
জনগণের স্বপ্ন অমলিন।
নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে, চলছে-চলবেই।
( বিপ্লবের কবিতা)
পতাকার রঙে লাল দাগ,শহীদের রক্তে লেখা,
বাঙালি মাথা নত করে না, শেকল ভেঙে রেখা।
যারা বলেছে-মুক্তি হারা, স্বপ্ন গেছে মরে,
দেখুক তবে জুলাই জাগরণ, আগুন জ্বলে ঘরে ঘরে।
চাটুকার,দালাল,লুটেরা সব,ইতিহাসে হারায়,
জনতার রক্তের স্রোতে সত্য-অমর আলো ঝলকায়।
জাগো জাগো বাংলার সন্তান, জাগাও ভোরের গান,
মুক্তির পথ রক্তে গড়া,চলবেই অবিরাম।
লেখক:মো:আবু তাহের পাটোয়ারী
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক নবজাগরণ
অনলাইনে পড়তে www.thenabajagaran.com