স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী নোয়াখালীর তিন কৃতিসন্তান একই সময়ে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে সচিব পদে উন্নীত হলেন। তাঁরা হলেন-
রেহানা পারভীন:দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব (বিসিএস ১৩তম ব্যাচ)
ড.মোহাম্মদ আবু ইউসুফ:সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব (বিসিএস কাস্টমস ও এক্সাইজ ১৫তম ব্যাচ)
মো. আনোয়ার হোসেন : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (বিসিএস ১৫তম ব্যাচ)
এই নিয়োগগুলো কেবল তিন ব্যক্তির পদোন্নতি নয়-এটা রাষ্ট্রের কৌশলগত তিনটি সেক্টরে নতুন নেতৃত্বের সংকেত।
শিক্ষা: আস্থা ফিরিয়ে আনার মিশন
দীর্ঘ বিতর্ক,পরীক্ষার ব্যর্থতা ও কারিকুলাম সংকটে শিক্ষা খাত এখন আস্থাহীনতার গভীরে। রেহানা পারভীন এনএসডিএ-তে দক্ষতা উন্নয়ন ও শিল্প–শিক্ষা সংযোগের যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা শিক্ষা খাতে প্রয়োগ করলে-
কারিকুলাম পর্যালোচনা খোলামেলা হবে
শিক্ষক প্রশিক্ষণ ও শেখার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে
অভিযোগ নিষ্পত্তি সেল চালু করলে শিক্ষার্থীদের আস্থা ফিরবে
প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে তাঁর পদায়ন নারীর নেতৃত্বের নতুন দিগন্তও উন্মোচন করেছে।
সমাজকল্যাণ: সঠিক মানুষের হাতে সঠিক ভাতা
ড. ইউসুফ অর্থ মন্ত্রণালয় ও কাস্টমস প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন। তাই ডিজিটাল ভাতা ব্যবস্থা, একীভূত সামাজিক নিবন্ধন ও আর্থিক শৃঙ্খলা তাঁর হাত ধরে বাস্তবায়িত হতে পারে।
ডুপ্লিকেট ভাতা কেটে সাশ্রয় হবে কোটি কোটি টাকা
প্রতিবন্ধিতা-বান্ধব সামাজিক সেবা শুরু করা যাবে
জেলা-ভিত্তিক সামাজিক কর্মীর সক্ষমতা মানচিত্র তৈরি হব
এতে সমাজকল্যাণ খাত প্রকৃত অর্থে দরিদ্র-প্রান্তিক মানুষের সুরক্ষা–জাল হতে পারবে।
বিজ্ঞান ও প্রযুক্তি:গবেষণাকে জনজীবনে আনা
মো. আনোয়ার হোসেন ইপিবি-তে শিল্প ও রপ্তানির সাথে সরাসরি কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে-
গবেষণা অনুদান বণ্টন হবে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক
বিশ্ববিদ্যালয়-শিল্প সংযোগ তৈরি হবে
উদ্ভাবন বাণিজ্যিকীকরণের রোডম্যাপ তৈরি হবে
বিজ্ঞান গবেষণা আর কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে না, বরং শিল্প ও অর্থনীতিতে প্রতিফলিত হবে।
নোয়াখালী ফ্যাক্টর-
স্থানীয় সামাজিক ও পেশাজীবী মহল এই তিনজনকে নোয়াখালীর কৃতিসন্তান হিসেবে গর্বের সাথে অভিহিত করেছে। আমাদের প্রস্তাব-নোয়াখালীর বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও উদ্যোক্তাদের সাথে সমন্বয় করে শিক্ষা-দক্ষতা,সামাজিক সেবা ও প্রযুক্তি-উদ্ভাবনের পাইলট প্রকল্প চালু করা যেতে পারে। এতে আঞ্চলিক সম্পৃক্ততার পাশাপাশি জাতীয় উন্নয়নও ত্বরান্বিত হবে।
এই তিন সচিবের পদোন্নতি কেবল ব্যক্তিগত সাফল্য নয়-এটা আমাদের রাষ্ট্রে যোগ্যতা, সততা ও মেধার স্বীকৃতি।
শিক্ষা-সমাজকল্যাণ-বিজ্ঞান: তিন খাতেই এখন পরিবর্তনের দায় তাঁদের কাঁধে।
নবজাগরণ পত্রিকার পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমরা চাই,এই তিন নেতৃত্ব প্রমাণ করুন-যে নোয়াখালী কেবল ঐতিহ্যের নয়,আধুনিক বাংলাদেশের রূপান্তরেরও চালিকাশক্তি।