সেনবাগে হৃদয়বিদারক ঘটনা:স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক-সেনবাগ
নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে ঘটেছে এক বিরল হৃদয়বিদারক ঘটনা। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে লাশ নিয়ে ফেরার পথে মারা গেছেন স্ত্রীও। একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই দম্পতির ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

হঠাৎ মৃত্যু স্বামীর-
স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছায়দুল হক (৫৯) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিয়ে যান কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে। তবে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

লাশের পাশে বসেই স্ত্রীর শেষ নিঃশ্বাস-
পরে স্বজনরা ছায়দুল হকের লাশ অটোরিকশায় করে বাড়ির পথে ফিরছিলেন। এসময় একই অটোরিকশায় স্বামীর লাশের পাশে বসা স্ত্রী বিবি মরিয়ম (৫৫) হঠাৎ স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১২ মিনিটের ব্যবধান-
কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিটের ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়। শুক্রবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দম্পতির দাফন সম্পন্ন হয়।

নয় সন্তানের জনক-জননী-
মৃত দম্পতি ছিলেন ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী। আকস্মিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে অশেষ শোক। সন্তানদের বুকভাঙা কান্না আর স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এলাকাজুড়ে শোকের ছায়া-
একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়ে উন্দানিয়া গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, “এ যেন জীবন্ত প্রমাণ-স্বামী-স্ত্রীর বন্ধন শুধু জীবনে নয়, মৃত্যুতেও অটুট।”