সাংবাদিক নোমান খসরুর ছেলের বৌভাত: আনন্দ-উৎসবের আমেজে মুখর রাজধানী

মো:আবু তাহের পাটোয়ারী:
রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আরটিভি’র ক্যামেরাপার্সন নোমান খসরুর ছেলে আহসান হাবিব কাশফি-এর বর্ণাঢ্য বৌভাত অনুষ্ঠান। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর দেড়টায় ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আহসান হাবিব কাশফি,নোমান খসরু ও ফারহানা বেগমের পুত্র। তিনি সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইঞ্জিনিয়ার মো.বদরুল আলম ও হোসনে আরা আলমের কন্যা হাফসা আলম বুশরা-এর সঙ্গে।

অনুষ্ঠানস্থল ছিল আলো-ঝলমলে ও সাজসজ্জার দিক থেকে অনন্য। দুই পরিবারের আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব,সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ করে আরটিভির সহকর্মীরা আনন্দঘন এই অনুষ্ঠানে নোমান খসরুর পাশে ছিলেন এবং দীর্ঘদিনের সহযোদ্ধার পরিবারের এই খুশির মুহূর্তকে আরও উজ্জ্বল করে তুলেছেন।

আতিথেয়তায় ছিল ভিন্নমাত্রা-বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি অতিথিদের আপ্যায়নে বর ও কনের পরিবারের আন্তরিকতা নজর কাড়ে সবার।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতির জন্য সুখ,শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

বর ও কনে উভয়ের পরিবার অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন, যাতে আহসান হাবিব কাশফি ও হাফসা আলম বুশরা নতুন জীবনে ভালবাসা, বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে এক সুন্দর পরিবার গড়ে তুলতে পারেন।

স্থান:ওয়াটারফ্রন্ট কনভেনশন হল,৪৬৪ ডিআইটি রোড, রামপুরা, হাতিরঝিল,ঢাকা।