মো:শহিদুল ইসলাম খোকন,নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সরকারি প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের কাজ চলাকালীন হামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় পুলিশের অভিযানে প্রধান একজন আসামি-মিজান-কে গ্রেফতার করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানায় বিউবোর সহকারী প্রকৌশলী মামলাটি দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রোববার দুপুরে রমজানবিবি ইউনিয়নের বাটিয়ালবাড়ি এলাকায় বিদ্যুৎ মিটার প্রতিস্থাপনের কাজ করতে গেলে প্রথমে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে প্রতিস্থাপনকারী টিমের সংঘর্ষ হয়। প্রথম দফায় ইলেকট্রিশিয়ান মো. হাসেম, ইউসুফ,কামাল, মোহন, রুবেল, জসিম ও রাহাতকে মারধর করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপ-সহকারী প্রকৌশলী মো. তানজির হোসেন, নাজমুন হাসান নিখুন ও মো. শফিউল আলমসহ কয়েকজন কর্মকর্তা। পরে অভিযোগ অনুযায়ী মিজান, তার স্ত্রী ও সহযোগী পারভেজের নেতৃত্বে ১৫-২০ জন সমর্থক দ্বিতীয় দফায় টিমকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা ইট-পাটকেল ও লাঠিসোটা দিয়ে আঘাৎ করলে ঘটনাস্থলে হাহাকার দেখা যায়; আহতদের টেনে-হিঁচড়ে স্থানীয় মসজিদের সামনে নেয়া হয়। উপ-সহকারী প্রকৌশলী মো.তানজির হোসেন গুরুতরভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানা গেছে।
হামলকারীরা একটি সরকারি গাড়ি (নং: ঢাকা মেট্রো-১-১৩-০৬১৪) ভাঙচুর করে এবং আহত ইলেকট্রিশিয়ান হাসেমের কাছ থেকে আট হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তার থেকে মোট ৩৮টি প্রি-পেইড মিটার লুট করে নেওয়া হয়-যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ পঁচাশি হাজার টাকা বলে বিবেচনা করা হচ্ছে।
ঘটনায় ক্ষতিগ্রস্ত বিউবোর সহকারী প্রকৌশলী বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ জমা দেয়া হলে অভিযোগে সরকারি কাজে বাধা,কর্মকর্তাদের হত্যাচেষ্টা এবং সরকারি সম্পত্তি লুটের মতো গুরুতর ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের মধ্যে মিজান,তার স্ত্রী,পারভেজ ও আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।
পুলিশের অভিযানেই প্রধান আসামি মিজানকে আটক করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরিহার্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
সরকারি সূত্রে জানা যায়,প্রি-পেইড মিটার প্রতিস্থাপন কার্যক্রমটি বিদ্যুতের অপচয় রোধ এবং গ্রাহক সেবার মানোন্নয়নের লক্ষ্যে দেশের নানা অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। তবে গ্রামাঞ্চলে এই ধরনের প্রতিস্থাপনের সময় মাঝে মাঝে প্রতিক্রিয়া,বিভ্রান্তি বা বিরোধের ঘটনা ঘটে থাকে-যা কখনো কখনো নিরাপত্তাজনিত পরিস্থিতি উত্থাপন করে। বেগমগঞ্জের এই ঘটনার ন্যায় যে কোনও সরকারি কাজের নিরাপত্তা ও কর্মী নিরাপত্তা নিশ্চিত করার দাবি আবারও জোরালোভাবে তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী।