অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় দেশ গভীর সংকটে :বেগম তানিয়া রব

নবজাগরণ অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুর,১৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে একক আধিপত্যবাদী শাসনব্যবস্থার বিপরীতে অংশীদারিত্বভিত্তিক গণতন্ত্রের বিকল্প মডেল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব। তিনি বলেন,

“অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ায় দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। রাষ্ট্রের সব দায়িত্ব এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়েছে। জনগণের মৌলিক অধিকার খর্ব করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।”

সিরাজুল আলম খানের রাজনৈতিক মডেলই পথনির্দেশক
লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত “সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম তানিয়া রব বলেন, স্বাধীনতার রূপকার ও নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রস্তাবিত রাজনৈতিক মডেলই আগামী বাংলাদেশের জন্য অপরিহার্য।

তিনি বলেন,তাঁর ঘটনাবহুল কর্মময় জীবন,রাষ্ট্র ও সমাজ উপযোগী চিন্তাধারা-কেবল অতীতের ইতিহাস নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য অপরিহার্য দিকনির্দেশনা।

অংশীদারিত্বের গণতন্ত্র:এক যুগান্তকারী তত্ত্ব
বেগম তানিয়া রব আরও বলেন,
“রাষ্ট্র কাঠামোর গঠন ও প্রকৃতি, অন্তর্দ্বন্দ্ব এবং রাষ্ট্রশক্তির চরিত্র বিশ্লেষণ করে সিরাজুল আলম খান যে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’-এর তত্ত্ব হাজির করেছিলেন, সেটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। উপনিবেশবাদ ও একক আধিপত্যবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে বিকল্প মতাদর্শ গড়ে তোলা আজ সময়ের দাবি।”

তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় কর্তৃত্বের বিপরীতে জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্বের বিকাশ এখন সময়ের দাবি। তাই দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা
সভায় সভাপতিত্ব করেন জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মোঃ মনছুরুল হক। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব।

এসময় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার,
যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,কেন্দ্রীয় নেতা মুজতবা কামাল, অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, আবুল হাসেম মোল্লা,আলহাজ্ব আকবর হোসেন, লোকমান হোসেন বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, সিরাজুল আলম খানের রাজনৈতিক দর্শন ও অংশীদারিত্বভিত্তিক গণতন্ত্রই পারে বাংলাদেশকে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও সংকট থেকে উত্তরণ ঘটাতে।