নবজাগরণ ডেস্ক:
গণতান্ত্রিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত নোয়াখালী সমিতি ঢাকা-এর ২০২৫-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে পরিষদ প্যানেল। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব আবদুল মাবুদ দুলাল।
এছাড়া পরিষদ প্যানেলের বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচিত হয়ে নোয়াখালীবাসীর ঐক্য ও সমর্থনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভোটারদের অংশগ্রহণ ও সমর্থনে এই নির্বাচন পরিণত হয়েছে গণতন্ত্র ও সৌহার্দ্যের এক অনন্য উৎসবে।
নির্বাচনের তাৎপর্য-
নোয়াখালী সমিতি ঢাকা প্রবাসী ও রাজধানীতে অবস্থানরত নোয়াখালীবাসীর অন্যতম শক্তিশালী সামাজিক সংগঠন। শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, ঐতিহ্য সংরক্ষণ ও মানবিক কর্মকাণ্ডে এই সমিতির ভূমিকা অতুলনীয়। এবারের নির্বাচনে পরিষদ প্যানেলের বিজয় নোয়াখালী সমিতিকে আগামী দিনে আরও আধুনিক, কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক সংগঠনে রূপান্তরের পথ প্রশস্ত করবে।
কৃতজ্ঞতা-
সভাপতি এম এ খান বেলাল ও সাধারণ সম্পাদক আবদুল মাবুদ দুলালসহ নবনির্বাচিত পরিষদ প্যানেল নোয়াখালী সমিতির সকল সদস্য, ভোটার এবং শুভানুধ্যায়ীসহ দেশ-বিদেশের নোয়াখালীবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তারা বলেন-
“নোয়াখালীবাসীর আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা সমিতির মর্যাদা বৃদ্ধি, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, সমাজকল্যাণমূলক কার্যক্রমে গতি এনে আগামী দিনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করব।”
ভবিষ্যৎ অঙ্গীকার-
শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে আরও সম্প্রসারিত ভূমিকা রাখা। তরুণ নেতৃত্বকে সম্পৃক্ত করা। নোয়াখালীর ঐতিহ্য ও ইতিহাসকে জাতীয় পর্যায়ে সমুন্নত রাখা।
ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করা।
প্রেস বিজ্ঞপ্তি: