আজিজুল হক,কিশোরগঞ্জ থেকে:
২৭শে সেপ্টেম্বর (শনিবার) কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো নরসুন্দা নদী বর্জ্য পরিষ্কার কর্মসূচি। শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেন বিডি ক্লিনের ৭০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক।
জেলা প্রশাসকের বক্তব্য: কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফজিয়া খানম। তিনি বলেন,
“নরসুন্দা নদীতে অতিরিক্ত বর্জ্য জমে থাকার কারণে ডেঙ্গু মশার উৎপাত বৃদ্ধি পাচ্ছে। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া এই নদী পরিষ্কার রাখা সবার দায়িত্ব। পরিচ্ছন্ন নদী মানে একটি স্বাস্থ্যকর শহর।”
স্বেচ্ছাসেবীদের প্রতিশ্রুতি:বিডি ক্লিনের সদর উপজেলা আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন,“আমরা প্রতিজ্ঞাবদ্ধ-নিজে পরিষ্কার থাকব এবং আশপাশকেও পরিষ্কার রাখব।এই দায়িত্ববোধ থেকেই নরসুন্দা পরিষ্কার অভিযানে আমাদের স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছে।”
অতিথিদের উপস্থিতি:অভিযান শেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি ফজলে করিম এবং মোঃ নাজমুজ্জামান। তাঁরা বিডি ক্লিনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভবিষ্যতের প্রত্যাশা:স্থানীয় নাগরিকরা আশা করছেন, নরসুন্দা নদীকে ঘিরে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শহর হবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। প্রবাসী কিশোরগঞ্জবাসীও এ প্রচেষ্টায় সংহতি জানিয়ে নদী রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।