করিমগঞ্জ-তাড়াইলে নির্বাচনী মাঠে হাতপাখা প্রতীকের হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার দুর্নীতি-দুঃশাসন নির্মূলে কাজ করার অঙ্গীকার, ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী

আজিজুল হক,কিশোরগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সরগরম নির্বাচনী মাঠ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি দিচ্ছেন জনসেবার অঙ্গীকার, তুলে ধরছেন ইসলামী ন্যায়ের সমাজ গঠনের বার্তা।

প্রচারণার এক সমাবেশে তিনি বলেন, “যদি আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আমি শাসক হয়ে নয়-আপনাদের সেবক হয়ে কাজ করে করিমগঞ্জ-তাড়াইলের মাটিতে দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমরা চাই ইসলামের স্বর্ণালী যুগের আদর্শে গড়া একটি সমাজ, যেখানে ন্যায়, সততা ও জনগণের সেবা সর্বাগ্রে থাকবে।”প্রচারণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, এ আসনে বিএনপি থেকে সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক মনোনয়ন পেতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে। এতে করে করিমগঞ্জ-তাড়াইল আসনটি আগামী নির্বাচনে হটস্পটে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে করিমগঞ্জ-তাড়াইলের মাঠে উত্তাপ বাড়ছে, সক্রিয় হয়ে উঠছে দলীয় কর্মী-সমর্থকরা। ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ, কৌতূহল ও আগ্রহ।