নোয়াখালী বিভাগ চাই”-বৃষ্টিকে উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবে হাজারো মানুষের মানববন্ধন

নবজাগরণ রিপোর্ট-মোঃ আবু তাহের পাটোয়ারী:
আজ (শনিবার) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে “নোয়াখালী বিভাগ বাস্তবায়ন” দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি বৃষ্টিকে উপেক্ষা করে এক গণজোয়ারে পরিণত হয়। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের হাজারো প্রবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে এক কণ্ঠে শ্লোগান দেন- “দাবী একটা-নোয়াখালী বিভাগ চাই!”
এই ঐতিহাসিক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলাল;সিনিয়র সহ-সভাপতি সাবেক সচিব-কেএম মোজাম্মেল হক;সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, “নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের সেবার মান বৃদ্ধির জন্য এ বিভাগ বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলা-নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে একত্র করে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে।”

তিনি আরও বলেন,বিভাগ হলে প্রশাসন মানুষের দোরগোড়ায় যাবে। আজকের প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাই, নোয়াখালী বিভাগ দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিন।”

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর দীর্ঘদিন অবহেলিত। একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগ গঠনের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন, যোগাযোগ ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বক্তারা আরও বলেন- “নোয়াখালীকে কুমিল্লা বা অন্য কোনো জেলার সঙ্গে ভাগ করা যাবে না। ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক বাস্তবতা অনুযায়ী স্বাধীন নোয়াখালী বিভাগ চাই।”বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল প্রেসক্লাবের সামনের রাস্তা-বৃষ্টি নয়, বাধা নয়-নোয়খালী বিভাগ চাই

প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ
সমাবেশ শেষে আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিকট স্মারকলিপি পেশ করেন, যেখানে তিন দফা দাবি তুলে ধরা হয়-
১.অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণা,
২.প্রশাসনিক অবকাঠামো নির্মাণে ত্বরিত কর্মপরিকল্পনা,
৩.ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী অঞ্চলকে একত্রে এনে ঐতিহাসিক পরিচয় পুনঃস্থাপন।

নতুন কর্মসূচি ঘোষণা:
সভায় আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়-
১৩ অক্টোবর: জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ
১৫ অক্টোবর: স্বাক্ষরিত জুলাই সনদে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি বাস্তবায়ন না হলে
১৬ অক্টোবর: ঢাকায় ব্লকেড কর্মসূচি
নেতৃবৃন্দ জানান “এবারের আন্দোলন আর থামবে না।
বৃষ্টি, ভয় বা বাধা কিছুই আমাদের থামাতে পারবে না।
আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করবই।”
https://www.facebook.com/share/v/15iS2yNrs7/