নবজাগরণ রিপোর্ট:
নোয়াখালী জেলা বিএনপির সদস্য, সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক রাজনীতির উজ্জ্বল মুখ আবদুল মান্নানের বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি নোয়াখালীর সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে নিবেদিত এই সৎ,নির্লোভ ও মানবিক মানুষটির অসুস্থতার খবরে নোয়াখালীর রাজনীতি ও সমাজজুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগ ও শোকের ছায়া।
আমরা মহান রবের দরবারে আন্তরিকভাবে দোয়া করছি-আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন, নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন। আবদুল মান্নান পুনরায় যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নোয়াখালীর উন্নয়ন ও গণমানুষের রাজনীতিতে নতুন উদ্যমে কাজ করতে পারেন-এই কামনাই রইল আমিন।
Post Views: ১৪