নবজাগরণ রিপোর্ট:সেনবাগ,নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসা সরকারি অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো আয়োজন করছে “আলিম ১ম বর্ষ উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান-২০২৫”। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে।
সরকারি অনুমোদনের পর নতুন দিগন্তের সূচনা
দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় উদ্যোগের ধারাবাহিকতায় মাদ্রাসাটি সম্প্রতি সরকারিভাবে আলিম পর্যায়ে পাঠদানের অনুমতি লাভ করেছে।এর মাধ্যমে সেনবাগের শিক্ষাঙ্গনে সূচিত হলো ইসলামি ও আধুনিক শিক্ষার এক নতুন যুগ।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান একরামী বলেন, “এটি কেবল আমাদের প্রতিষ্ঠানের নয়, সমগ্র সেনবাগবাসীর গৌরবের দিন। আমরা ইসলামি আদর্শ, আধুনিক জ্ঞান ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এক আলোকিত প্রজন্ম গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে থাকবেন জাতীয় ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জনাব জয়নুল আবদিন ফারুক, সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ, উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জনাব মোঃ আব্দুল মাবুদ (দুলাল), অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ), বাংলাদেশ পুলিশ ও সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা সমিতি, ঢাকা।
আমন্ত্রিত অতিথিবৃন্দ
আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন-
জনাব মোঃ শেখ ফরিদ বাহার (বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, ফেনী),জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন (বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, সেনবাগ, নোয়াখালী),জনাব মোঃ মুক্তার হোসেন পাটোয়ারী (বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, সেনবাগ, নোয়াখালী),জনাব আলহাজ্ব এম.এ. আজিম চৌধুরী (আহবায়ক, উপজেলা মুক্তিযোদ্ধো কমান্ড, সেনবাগ উপজেলা),জনাব ফরিদ আহমেদ খোকন (বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, ফেনী),জনাব মাওলানা মোঃ ইয়াছিন করিম (বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, সেনবাগ, নোয়াখালী),জনাব আলহাজ্ব মাওলানা আবদুল মালেক (সাবেক ভাইস চেয়ারম্যান, সেনবাগ উপজেলা পরিষদ),জনাব আলহাজ্ব মাওলানা আমীরুজ্জামান (সভাপতি, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি, সেনবাগ),জনাব মোঃ মনিরুল ইসলাম (সমন্বয়ক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সেনবাগ),এবং জনাব মোঃ মোরশেদ আলম চৌধুরী (ম্যানেজিং ডিরেক্টর, জেএম এলিভেটর এন্ড টেকনোলজি, ফেনী)।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন- মোঃ আতাউর রহমান (সুজন), সভাপতি, তাহিরপুর আলিম মাদ্রাসা।
সভাপতির অভিমত: “শিক্ষা বিস্তারের এই যাত্রা থামবে না”
সভাপতি মোঃ আতাউর রহমান (সুজন) নবীনবরণ উপলক্ষে বলেন,“তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ ও নৈতিকতার কেন্দ্র। আমরা এ মাদ্রাসার সার্বিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের জীবনদর্শনে ইতিবাচক পরিবর্তন আনতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবো। এই প্রতিষ্ঠান সেনবাগে এক নতুন আলোর দিশা দেখাবে ইনশাআল্লাহ।”
শিক্ষা ও সমাজে নতুন আশার আলো:আয়োজনকে ঘিরে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বসিত।অনেকে বলছেন, সেনবাগের এই মাদ্রাসা কেবল ধর্মীয় জ্ঞান নয়, বরং মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক প্রজন্ম গড়ে তুলছে। উন্নত শিক্ষার পথে সেনবাগ:সরকারি অনুমোদনের মাধ্যমে এখন শিক্ষার্থীরা এখান থেকে আলিম (এইচএসসি সমমান) পর্যায়ের শিক্ষা সম্পন্ন করে উচ্চতর শিক্ষায় অংশ নিতে পারবে।এটি সেনবাগের শিক্ষা উন্নয়নে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানের তারিখ ও সময়:
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, সকাল ১০টা
স্থান: তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণ, সেনবাগ, নোয়াখালী
যোগাযোগ:অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান একরামী ০১৭৩২-৮৮৬৬৪৬
প্রতিবেদন:মো:আবু তাহের পাটোয়ারী:
সম্পাদক-নবজাগরণ cell:01711128583
🌐 অনলাইনে পড়ুন: www.thenabajagaran.com
#Nabajagaran #Education #Noakhali #Senbagh #AlimMadrasah #IslamicEducation #Bangladesh #NewBeginning #Reform #TahirpurMadrasah #Students #Hope #Development