কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সাথেই রাখতে হবে”-জেলা বিএনপির স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে

ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিএনপির সতর্কবাণী-“জনগণের মত উপেক্ষা করলে রাজপথে কঠোর আন্দোলন”

নবজাগরণ রিপোর্ট:কিশোরগঞ্জ ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সাথেই রাখার দাবিতে জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি নেতারা এই স্মারকলিপি জমা দেন।

ময়মনসিংহ বিভাগের সাথে কিশোরগঞ্জকে যুক্ত করার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজাহার বলেন-“কিশোরগঞ্জের মানুষের প্রশাসনিক,অর্থনৈতিক ও সামাজিক সব যোগাযোগই ঢাকাকেন্দ্রিক। দীর্ঘদিন আমরা ঢাকা বিভাগের অংশ হিসেবে ছিলাম-তাই কিশোরগঞ্জের জনগণ ঢাকার সাথেই থাকতে
চায়।”তিনি আরও বলেন-“সরকার যদি জনগণের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে কিশোরগঞ্জকে ময়মনসিংহের সাথে যুক্ত করতে চায়,তাহলে সাধারণ মানুষ রাজপথে নেমে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”স্মারকলিপি প্রদানের সময় জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,কিশোরগঞ্জের ঐতিহাসিক যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা,ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম ঢাকামুখী হওয়ায় জনগণের এই দাবি যৌক্তিক ও বাস্তবভিত্তিক।অন্যদিকে,জেলা জুড়ে “ঢাকা বিভাগের অংশ হিসেবেই কিশোরগঞ্জকে রাখতে হবে” এমন স্লোগানে সামাজিক মাধ্যমে ব্যাপক জনসমর্থন দেখা যাচ্ছে।

ঢাকা বিভাগের সাথেই কিশোরগঞ্জকে রাখার দাবিতে জেলা বিএনপির নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করছেন-নবজাগরণ ছবি