নেতা অসুস্থ,কিন্তু ভাবনা জাগ্রত:সেনবাগের রাজনীতিতে আব্দুল মান্নান এক প্রতীকী আলোকশিখা

নবজাগরণ প্রতিবেদন:সেনবাগ,
নোয়াখালী অক্টোবর ১৪, ২০২৫
সেনবাগের রাজনীতি আজ এক অনন্য আবেগে স্পন্দিত। বিএনপি নেতা ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মান্নান-এই নামটি এখন শুধু একটি রাজনৈতিক পরিচয় নয়, বরং এটি হয়ে উঠেছে বিশ্বাস, সততা ও ত্যাগের প্রতীক।

আজ যখন তিনি অসুস্থ হয়ে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন,তখন সেনবাগ জুড়ে মানুষের মুখে একটাই প্রার্থনা-“মান্নান ভাই,আপনি আবার ফিরে আসুন আমাদের মাঝে!”

একজন সজ্জন রাজনীতিকের দুর্লভ প্রতিচ্ছবি
বাংলাদেশের রাজনীতিতে আজ সৎ, বিনয়ী ও নীতিনিষ্ঠ রাজনীতিক খুঁজে পাওয়া যেমন কঠিন,তেমনি দুর্লভ তাদের প্রতি জনমানুষের আন্তরিক ভালোবাসা।আব্দুল মান্নান এই ব্যতিক্রমী ধারার প্রতিনিধি।তিনি দলীয় রাজনীতিতে যেমন সক্রিয়, তেমনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকেছেন নিঃস্বার্থভাবে।কোনো পদ নয়, মানুষের আস্থা ছিল তাঁর মূল শক্তি।তাই তাঁর অসুস্থতার খবরে শুধু বিএনপি পরিবার নয়, পুরো সেনবাগ এক গভীর উদ্বেগে স্তব্ধ হয়ে গেছে।কেউ তাঁকে বলেন “মানুষের নেতা”, কেউ বলেন “সেনবাগের বিবেক”।

দোয়া-মাহফিলে চোখের জলে ভেজা প্রার্থনা
মঙ্গলবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল ছিল এক আবেগঘন রাজনৈতিক সমাবেশ।উপজেলা বিএনপি,পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত
ছিলেন সেখানে। বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার,সাবেক সদস্য সচিব মুক্তার হোসেন ইকবাল মাষ্টার,

পৌর বিএনপির আহবায়ক ভিপি মফিজসহ উপস্থিত সকলেই একবাক্যে প্রার্থনা করেছেন-“মহান আল্লাহ যেন আব্দুল মান্নান ভাইকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবারও আমাদের নেতৃত্বে ফিরিয়ে দেন।”একই দিনে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি ও ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি আলাদা আলাদা মিলাদ মাহফিলের আয়োজন করে।এই সমন্বিত দোয়া শুধু একজন ব্যক্তির জন্য নয়, এটি আসলে একটি রাজনীতির প্রতি আস্থা ও ভালোবাসার প্রতিফলন।

আব্দুল মান্নান: সেনবাগের রাজনৈতিক সংস্কৃতির নবায়ন
যেখানে অনেক রাজনীতিবিদ রাজনীতিকে ব্যবসা বা বংশগত সুযোগ হিসেবে দেখেন, সেখানে আব্দুল মান্নান রাজনীতিকে দেখেছেন সেবার মঞ্চ হিসেবে। তাঁর নেতৃত্বে সেনবাগ বিএনপি পেয়েছে এক নতুন নবজাগরণ-যেখানে “দল” মানে কেবল চেয়ার নয়, বরং দুঃখী মানুষের আশ্রয়স্থল।তাঁর প্রতিটি বক্তব্যে ছিল গণতন্ত্রের প্রতি এক অটল আস্থা।তাঁর চলার ভঙ্গিতে ছিল মর্যাদা, তাঁর নীরবতায় ছিল শক্তি।তাই আজ যখন তিনি হাসপাতালে, তখন সেনবাগের প্রতিটি গলিতে তাঁর অনুপস্থিতি অনুভূত হচ্ছে গভীরভাবে।

এক নেতা নয়, এক চেতনার নাম: আব্দুল মান্নান
তিনি শুধুই বিএনপির প্রার্থী নন;তিনি হচ্ছেন সেনবাগের রাজনীতিতে নৈতিকতা ও ন্যায়ের আন্দোলনের প্রতীক।তিনি যেভাবে এক দশকের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন,সেভাবেই আজ তাঁর অসুস্থতার মধ্যেও ঐক্যের শক্তি জেগে উঠেছে নতুনভাবে।এ যেন এক বার্তা-“যে রাজনীতি মানুষের ভালোবাসা পায়, সেটিকে কখনও দমিয়ে রাখা যায় না।”

আব্দুল মান্নান আজ হাসপাতালে, কিন্তু তাঁর ভাবনা,আদর্শ ও ভালোবাসা সেনবাগের প্রতিটি তরুণ, প্রতিটি কর্মীর হৃদয়ে জীবিত।এই দোয়ার মাহফিলগুলো কেবল সুস্থতা কামনার নয়-এগুলো সেনবাগের ভবিষ্যৎ রাজনীতির নৈতিক পুনর্জাগরণের প্রতীক।

আমরা বিশ্বাস করি,
মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে
আবারও সেনবাগের মাটিতে ফিরবেন
নতুন উদ্যমে, নতুন সংগ্রামের বার্তা নিয়ে।

প্রতিবেদন:মো:আবু তাহের পাটোয়ারী
সম্পাদক-নবজাগরণ
অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com
#সেনবাগ #নোয়াখালী #BNP #AbdulMannan #রাজনীতি #দোয়া_মাহফিল #নবজাগরণ #PoliticalEthics #Leadership #ReformistPolitics