বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় কমিটি অনুমোদন

সভাপতি আশাহীদ আলী আশা,সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক
পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কলম চলবে অবিরাম

নিজস্ব প্রতিবেদক-নবজাগরণ:
২১ অক্টোবর ২০২৫, ঢাকা

বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন সংগঠনের মহাসচিব মোঃ আবু তাহের পাটোয়ারী, মতিঝিল কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনি সহায়তা ও পরামর্শ প্রদানকারী সংস্থার ভাইস চেয়ারম্যান এম এম তোহা।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আশাহীদ আলী আশা এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম মাসুক।সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলাল হোসেন বাবু, মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ মিজানুর রহমান।এছাড়া যুব সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও বিজয় সাহা,দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন এমদাদ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শাহার উদ্দিনসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।

মানবাধিকার রক্ষায় ২২ বছরের সংগ্রামী পথচলা
জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি বিগত ২২ বছর ধরে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন, পরিবেশ ধ্বংস, এবং দুর্নীতির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পরিচালনা করে আসছে।

এই দীর্ঘ যাত্রায় সংগঠনটি শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ ছিল না-বরং মানবতার পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত লড়েছে অন্যায়ের বিরুদ্ধে। স্বৈরশাসন ও বিদেশি আধিপত্যবিরোধী সংগ্রামে অগ্রভাগেবিগত স্বৈরশাসক সরকারের দমননীতির বিরুদ্ধে এবং ভারতের অন্যায্য হস্তক্ষেপ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠনটি সরাসরি রাজপথে আন্দোলন করেছে।

জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপটে,জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে একমাত্র বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি।

সে সময় সংগঠনের মহাসচিব মোঃ আবু তাহের পাটোয়ারী লাঞ্ছিত, আহত হন ও গ্রেফতার হন কয়েকজন-রাজপথে মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে নিজের রক্ত দিয়ে লিখেছিলেন প্রতিবাদের ইতিহাস।তার এই ত্যাগ আজ সংগঠনের প্রতিটি সদস্যের কাছে প্রেরণা ও অঙ্গীকারের প্রতীক।

সভাপতির অঙ্গীকার:সভাপতি আশাহীদ আলী আশা বলেন- “সাংবাদিক সমাজ জাতির বিবেক। আমরা কলম হাতে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়াব।পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের কলম চলবে অবিরাম।”

সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক বলেন- “সিলেট বিভাগের প্রতিটি জেলায় পরিবেশ ও মানবাধিকারের পক্ষে একটি শক্তিশালী সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে।”

মহাসচিব মো: আবু তাহের পাটোয়ারী নবগঠিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন- “বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের সংগঠনের সাংবাদিকরা হবেন মানবতার দূত ও সত্যের সৈনিক।”একতাই শক্তি, সত্যই পথ-বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি পরিবেশ সুরক্ষা মানবাধিকার প্রতিষ্ঠায়-কলম চলবে অবিরাম।

অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com
#BEHRS #HumanRights #EnvironmentProtection #Nabajagoron #SylhetCommittee #BangladeshPress #JulyRevolution #পরিবেশ_রক্ষা #মানবাধিকার #সত্যের_সংগ্রাম