বিসিআই আয়োজিত ক্লাউড কম্পিউটিং ও সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা

নবজাগরণ রিপোর্ট:
ঢাকা,শনিবার ২৫ অক্টোবর :
দেশের শিল্প ও ব্যবসায়িক খাতকে প্রযুক্তিনির্ভর এবং সাইবার নিরাপদ করার লক্ষ্যে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আজ তার বোর্ডরুমে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন এন্ড সাইবার সিকিউরিটি মেজারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন রিফাত রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, তিরজোক প্রাইভেট লিমিটেড এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোঃ খায়রুল আমিন, প্রাক্তন মহাপরিচালক, জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থা।

বিসিআই সভাপতি তার বক্তব্যে বলেন,“আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের শিল্প ও ব্যবসায়িক খাতে ক্লাউড কম্পিউটিং ব্যবহার, স্বয়ংক্রিয়তা এবং ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। তবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাইবার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন,“আইসিটি বিভাগ একাডেমিশিয়ান, প্রাইভেট সেক্টর ও সরকারকে একত্রিত করে দেশের সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। সরকারি ও বেসরকারি খাতকে আরও সমন্বিত ও উদ্ভাবনীভাবে এগিয়ে যেতে হবে। প্রাইভেট সেক্টরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”

কর্মশালার দ্বিতীয় ভাগে ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে আলোচনা করেন রিফাত রহমান,এবং সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস বিষয়ে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন মোঃ খায়রুল আমিন। অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও পান।

কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় এবং বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সকলকে সার্টিফিকেট বিতরণ করেন। সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি প্রধান আলোচক এবং অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং বিসিআই এর অন্যান্য কর্মসূচীর সাথে যুক্ত থাকার আহ্বান জানান।

কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com