সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়নে ৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

নবজাগরণ রিপোর্ট:
তরুণ নেতৃত্ব মোঃ কামরুজ্জামান-এর এক বছরের নিরলস প্রচেষ্টায় অর্জিত ঐতিহাসিক সাফল্য।দীর্ঘ দেড় যুগ অবহেলিত অবস্থায় পড়ে থাকা সেনবাগ উপজেলা স্টেডিয়াম অবশেষে নতুন রূপে সাজতে যাচ্ছে। সেনবাগ উপজেলার কৃতি সন্তান, তরুণ নেতৃত্ব ও জাতীয় যুবশক্তির

কেন্দ্রীয় সংগঠক এবং এনসিপি সেনবাগ উপজেলা কমিটির আহবায়ক মোঃ কামরুজ্জামান-এর এক বছরের নিরবচ্ছিন্ন চেষ্টা, অনুসন্ধান, দৌড়ঝাঁপ ও আন্তরিক উদ্যোগের ফলস্বরূপ স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও সংস্কারের জন্য ৫ কোটি টাকারও বেশি বাজেটের চূড়ান্ত সরকারি অনুমোদন পাওয়া গেছে।

একে নিঃসন্দেহে সেনবাগবাসীর বহু প্রতীক্ষিত একটি ঐতিহাসিক সাফল্য বলেই অভিহিত করেছেন এলাকার ক্রীড়াবিদ, শিক্ষক সমাজ এবং তরুণ প্রজন্ম।
অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ সময় ধরে মাঠটির চারপাশের কাঠামো ছিল অযত্নে-অবহেলায় জীর্ণ। খেলাধুলার

আয়োজন করা ছিল কঠিন। স্থানীয় ফুটবল, ক্রিকেট কিংবা সাংস্কৃতিক পরিবেশনার চর্চা ছিল প্রায় স্তব্ধ। কিন্তু নতুন এই বরাদ্দ পেলে মাঠটিতে গ্যালারি নির্মাণ, ড্রেনেজ সিস্টেম, ঘাস পুনরায় রোপণ, আধুনিক খেলার উপযোগী মাঠ তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। ফলে সেনবাগে ক্রীড়া চর্চা ফিরে পাবে প্রাণ ও গতি।

এ প্রসঙ্গে এলাকার ক্রীড়ামোদী যুবসমাজ বলেন- “দীর্ঘদিন পর সেনবাগের খেলাধুলা নতুন সম্ভাবনার পথে হাঁটতে যাচ্ছে। আমাদের স্বপ্ন ছিল একটি মানসম্মত স্টেডিয়াম-এখন সেটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমরা মোঃ কামরুজ্জামান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”

শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নসহ মানবিক কর্মকাণ্ডে মোঃ কামরুজ্জামান এর নিরলস ভূমিকা ইতোমধ্যেই সেনবাগে প্রশংসিত। সেনবাগবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রত্যাশা করা হচ্ছে-তার নেতৃত্বে সেনবাগ আরও এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে এবং ক্রীড়া সংস্কৃতি ফিরে পাবে নতুন প্রাণ।