নবজাগরণ রিপোর্ট:ঢাকা,১৫নভেম্বর ২০২৫:
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত “WTO Rules & Trade Challenges for Bangladesh”এবং“Ensuring Fair Competition in Business:Bangladesh Perspective & Global Insights”শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল ১০টা ৩০ মিনিটে বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিসিআই সদস্য প্রতিষ্ঠানসহ মোট ১৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
উদ্বোধনী সেশনের সভাপতিত্ব করেন বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-মো: হাফিজুর রহমান,সাবেক মহাপরিচালক, ডব্লিউটিও সেল,বাণিজ্য মন্ত্রণালয় ও সাবেক প্রশাসক, এফবিসিসিআই মো: খালেদ আবু নাসের,সাবেক পরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
সেশনের পরিচালনা করেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড.মোঃ হেলাল উদ্দিন,এনডিসি।
উদ্বোধনী বক্তব্যে ড.দেলোয়ার হোসেন রাজা বলেন-“বাংলাদেশের শিল্পায়ন,বৈদেশিক বাণিজ্য ও ব্যবসায়িক নীতিমালায় ক্রমাগত পরিবর্তন হচ্ছে। ব্যবসায়ী সমাজকে দক্ষ ও হালনাগাদ রাখতে বিসিআই নিয়মিতভাবেই নীতি,আইন ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতার অংশই আজকের এই কর্মশালা।”
আলোচনায় অংশ নিয়ে বিসিআই পরিচালক মো: জাহাঙ্গীর আলম বলেন-“বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে আছে। বিচক্ষণতা,সুশাসন,দক্ষতা ও ন্যায্য প্রতিযোগিতা নির্ভর ব্যবসা পরিবেশই আমাদের আগামী দিনের শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”
১ম সেশন: Ensuring Fair Competition in Business আলোচক মো:খালেদ আবু নাসের ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় তিনি বলেন-বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার রোধ অযৌক্তিক মূল্য নির্ধারণ,কার্টেল ও অ্যান্টি-কম্পিটিটিভ আচরণ প্রতিরোধ সুশাসন ও স্বচ্ছ ব্যবসায়িক আচরণ আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে দৃষ্টান্ত ও মডেল
তিনি আরও বলেন,আন্তর্জাতিক মানের ব্যবসা পরিবেশ গড়ে তুলতে হলে প্রতিযোগিতা আইন,বাজার পর্যবেক্ষণ এবং গ্রাহক সচেতনতা জরুরি।
২য় সেশন: WTO Rules & Trade Challenges for Bangladesh লাঞ্চ পরবর্তী সেশনে আলোচনা করেন মো:হাফিজুর রহমান। তিনি তার উপস্থাপনায়-ডব্লিউটিওর গুডস,সার্ভিসেস এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ক গুরুত্বপূর্ণ নিয়ম বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের প্রয়োজনীয় প্রস্তুতি এসব বিষয়ে সুনির্দিষ্ট বিশ্লেষণ উপস্থাপন করেন।
দুই সেশনই অত্যন্ত ইন্টারঅ্যাকটিভ,প্রাণবন্ত এবং জ্ঞানসমৃদ্ধ হয়।
সমাপনী সেশন ও সার্টিফিকেট বিতরণ
শেষ সেশনে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন। এরপর বিসিআই পরিচালক ড.দেলোয়ার হোসেন রাজা সকল অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। বিসিআই সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি প্রধান আলোচকসহ সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন-“বিসিআই দেশের শিল্পোন্নয়ন ও বাণিজ্য বিকাশে নিয়মিত এ ধরনের জ্ঞানভিত্তিক কর্মসূচি আয়োজন করবে। আপনাদের সম্পৃক্ততাই আমাদের শক্তি।





