সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক সাংবাদিকতা-এই তিন মৌলিক লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা সিলেট অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সুরক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা শক্তিশালী করার চলমান উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশাহিদ আলী আশা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল সদস্য ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

সিলেটের পরিবেশ সংকট-উদ্বেগ ও করণীয়
বক্তারা বলেন, সিলেট অঞ্চলের নদী, পাহাড়, বন, জলাভূমি ও জীববৈচিত্র্য এখন মারাত্মক ঝুঁকির মুখে। অবৈধ দখল, পাহাড় কাটা, অতিরিক্ত বালু উত্তোলন, বন উজাড় এবং শিল্পবর্জ্যের দূষণে পুরো অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।তাদের মন্তব্য-“পরিবেশ ধ্বংস হলে মানুষের অস্তিত্বই ঝুঁকির মুখে পড়ে। তাই সিলেটকে বাঁচাতে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন জোরদার করা সময়ের দাবি।”সংগঠনের পক্ষ থেকে জানানো হয়-নদী ও বন রক্ষায় গণসচেতনতা কর্মসূচি,পরিবেশ জরিপ ও গবেষণা,
প্রশাসনের সঙ্গে সমন্বয়,মাঠপর্যায়ের পর্যবেক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন আজ দেশের নানা প্রান্তে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নারী-শিশু নির্যাতন, ভূমি বিরোধ, নিখোঁজ, বিচারবহির্ভূত কর্মকাণ্ড-এসব ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং সত্য তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সংগঠন জানায়-মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ,অভিযোগ যাচাই,আইনি সহায়তার পথ নির্দেশনা ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

নৈতিক, দায়িত্বশীল ও যাচাই-নির্ভর সাংবাদিকতার ওপর জোর-সভায় দায়িত্বশীলরা বলেন-অনিয়ন্ত্রিত ভুয়া তথ্য, যাচাইবিহীন সংবাদ ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হুমকিতে পড়ছে।এ পরিস্থিতিতে প্রয়োজন-অনুসন্ধানী সাংবাদিকতা,তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং),দক্ষতা উন্নয়ন,নিয়মিত প্রশিক্ষণ।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে-নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা,মাঠ রিপোর্টিং পর্যবেক্ষণ,সংবাদ যাচাইকরণ পদ্ধতি,নৈতিক সাংবাদিকতা কোর্স
চালু থাকবে।

সভাপতির বক্তব্য: “সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের কলম অবিরাম চলবে”সভাপতি আশাহিদ আলী আশা বলেন-“পরিবেশ সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক সাংবাদিকতা-এই তিন জায়গায় আমরা আপসহীন। অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতেই আমাদের অগ্রযাত্রা। সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের কলম অবিরাম চলবে।”তিনি আরও বলেন-“সিলেট অঞ্চলের নদী, পাহাড়, বন ও জীববৈচিত্র্য আজ ভয়াবহ হুমকির মুখে। দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করা এবং ভুক্তভোগীদের কণ্ঠস্বর সমাজের সামনে তুলে ধরা-এই কাজই সাংবাদিকদের প্রকৃত দায়িত্ব।”

সভায় উপস্থিত দায়িত্বশীল সদস্যরা
সভায় উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো: জিয়াউল ইসলাম,যুগ্ম সিনিয়র সভাপতি মো: আব্দুস সামাদ আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো: আবদুল হাকিম,সহ-সভাপতি শাহ এস এম ফরিদ,
সাংগঠনিক সম্পাদক মো: ছাদ উদ্দীন,সহ-সভাপতি মো: আলেক আহমদ;যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন,
যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামিম আহমদ,সহ-সভাপতি মো: আবু তালেব,সহ সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম,কার্যকরী সদস্য মো: আশরাফুল আলম আজাদ,
দপ্তর সম্পাদক ফজলে রাব্বি খান,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আজিজুন নাহার রেবা,যুব ও ক্রীড়া সম্পাদক মো:ইমরান আহমদ,সহকারী তথ্য সম্পাদক মো:আমিনুল হক,মানবাধিকার সম্পাদক মো: মোস্তফিজুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো: বদরুল আলম,
সদস্য জুনেদ আহমদ,যুগ্ম দপ্তর সম্পাদক মাওলানা মো: আবদুল জলিল প্রমুখ।

এছাড়াও সিলেট বিভাগের জেলা-উপজেলার সাংবাদিক ও মৌলভীবাজারের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইনে পড়ুন:www.thenabajagaran.com