আবুল হাসনাত তুহিন,ফেনী:
ফেনী সীমান্তে আবারও বড় সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা দুই দিনের বিশেষ অভিযানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। ১৯ ও ২০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একাধিক টহলদল ফেনী জেলার ফুলগাজী,ছাগলনাইয়া,পরশুরাম এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ মালামাল জব্দ করা হয়।
কি কি মালামাল জব্দ হলো?
অভিযানে ভারতীয় প্রস্তুতকৃত-শাড়ি থ্রি-পিস পাঞ্জাবি বিভিন্ন ধরনের গার্মেন্টস কাপড়চকলেট বিদেশি মদ গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এসব বিপুল পরিমাণ পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবির টহলদল। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা বলে নিশ্চিত করেছে ৪ বিজিবি।বর্তমানে জব্দকৃত পণ্যগুলো স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বিজিবির বার্তা: সীমান্ত নিরাপত্তায় শূন্যসহিষ্ণু নীতি
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন,“সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত চোরাচালান দমনে,মাদক প্রতিরোধে এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের অভিযান চলমান থাকবে।”তিনি আরও জানান,৪ বিজিবির গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং রাতদিন টহল কার্যক্রম জোরদার করার ফলেই সীমান্তে চোরাচালান কমিয়ে আনা সম্ভব হচ্ছে।
টানা অভিযানে চোরাচালান চক্রে চাপ
ফেনী সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই চোরাচালানকারীদের সক্রিয় রুট হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির কঠোর নজরদারি,বাড়তি টহলদল এবং গোপন তথ্যভিত্তিক অভিযান চোরাচালান চক্রকে বড় ধরনের চাপের মধ্যে ফেলেছে বলে স্থানীয়দের মন্তব্য।৪ বিজিবির এ সফল অভিযান সীমান্ত নিরাপত্তায় নতুন আস্থা যোগ করেছে। একই সঙ্গে চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির ধারাবাহিক সাফল্য দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
অনলাইনে বিস্তারিত পড়ুন:www.thenabajagaran.com





