নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অদ্য ০৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা এস এম হানীফ আলী,কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এম তোহা, মহাসচিব আবু তাহের পাটোয়ারী, যুগ্মসচিব বি এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আব্দুল বাশির, কেন্দ্রীয় সমন্বয়ক রেজাউল করিম, কেন্দ্রীয় কির্যকরী সদস্য নুরুল কবির মিন্টু, ফিরোজ কিবরিয়া, মুজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৬ ডিসেম্বর কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারী ২০২৫ কক্সবাজারে পিকনিক করার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। সংগঠনের অগ্ৰগতী ও উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।