ফেনী প্রতিনিধি-আবুল হাসনাত তুহিন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া,আলোচনা সভা ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে পরিবারবর্গ,আত্মীয়স্বজন ও ফেনীবাসীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজনজুড়ে ছিল শোক,শ্রদ্ধা ও স্মৃতিচারণার আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জহিরুল কাইয়ুম নান্টু,জাহিদ হোসেন মজুমদারসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন,খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক আমাদের হৃদয়ে জমেছে,সেই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। তার রেখে যাওয়া আদর্শ,সংগ্রাম ও দেশপ্রেমের রাজনীতি এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধা। জীবন দিয়ে হলেও আমি এই আসনটি দলকে উপহার দেব।
তিনি আরও বলেন,দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন,তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আলোচনা সভা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ,জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী আবেগঘন কণ্ঠে বলেন,বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন-তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অধ্যায়।




