অভিজ্ঞ সাংবাদিক আব্দুস সালাম দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত

নবজাগরণ রিপোর্ট:
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক জনকণ্ঠ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ও তুখোড় সাংবাদিক আব্দুস সালাম। সম্প্রতি পত্রিকাটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করে।দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় আব্দুস সালাম একজন সুপরিচিত,অনুসন্ধানী ও নির্ভীক সংবাদকর্মী হিসেবে পরিচিত। মাঠপর্যায়ের রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা,সমস্যা ও সম্ভাবনা নিয়ে তার প্রতিবেদনের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।

বর্তমানে তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ETV) এবং দেশের খ্যাতনামা ইংরেজি দৈনিক The Daily Observer-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি ইসলামিক টেলিভিশন-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবেও দীর্ঘ সময় কাজ করেছেন।তার সাংবাদিকতা জীবনে তিনি প্রান্তিক মানুষের কথা,দুর্নীতি,প্রশাসনিক অনিয়ম, হাওরাঞ্চলের পরিবেশগত সংকট,বন্যা ও কৃষিজীবী মানুষের সংগ্রামের বাস্তব চিত্র বারবার জাতীয় গণমাধ্যমে তুলে ধরেছেন। ফলে স্থানীয় জনগণ থেকে শুরু করে প্রশাসনিক মহলেও তার প্রতিবেদনগুলো আলাদা গুরুত্ব পেয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় আব্দুস সালাম বলেন,জনকণ্ঠের মতো একটি ঐতিহ্যবাহী ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত পত্রিকায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের এবং বড় দায়িত্বের। আমি আগের মতোই সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সুনামগঞ্জের মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই।তার এই নিয়োগে সুনামগঞ্জ প্রেসক্লাব,বিভিন্ন সাংবাদিক সংগঠন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন,আব্দুস সালামের কলমে সুনামগঞ্জের উন্নয়ন,সম্ভাবনা ও বাস্তব সংকট আরও জোরালোভাবে জাতীয় আলোচনায় উঠে আসবে।