কে.এ.সাদাত : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে বলে প্রতিটি মানুষ আজ মুক্ত পরিবেশে আনন্দ করতে পারছে। গত ৩ এপ্রিল স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির সুবর্ন জয়ন্তী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ” বাঁধন এখনো প্রানে প্রানে ” এই মূল মন্ত্রকে সামনে রেখে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাংগন। ২০ বছর থেকে ৭০ ঊর্ধ্ব সব বয়সী প্রাক্তন ছাত্র- ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় অংগন। এ ছাড়াও বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রীদের আনন্দ উল্লাসও ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ আয়োজনটি নবীন প্রবীনের মিলন মেলায় পরিনত হয়।
স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির সভাপতি হিসাবে আবদুল্লাহ আল বেরুনী সৈকত উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এর পর নবীন প্রবীনদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। বিকেলে নবীন প্রবীন শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন স্মৃতিচারনমূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য আবদুল্লাহ আল বেরুনী সৈকতের পিতা মরহুম অধ্যক্ষ এম এ হাকিমও জীবদ্দশায় স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে আবদুল্লাহ আল বেরুনী সৈকত বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিয়ে তার মেধা ও আধুনিক মন মানসিকতার প্রতিফলন ঘটাতে শুরু করেন। গত ফেব্রুয়ারি মাসে স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যা ছিল স্মরনকালের মধ্যে সর্ব বৃহৎ আয়োজন। আর সুবর্ন জয়ন্তী ও মিলন মেলায় ছিল তিন হাজারেরও বেশি নবীন প্রবীনের উপস্থিতি। অনুষ্ঠান সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবদুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, বিগত স্বৈরাচারী হাসিনার আমলে এ ধরনের উম্মুক্ত অনুষ্ঠান আয়োজন করার কথা চিন্তাও করা যেত না। মানুষ যে কিভাবে স্বৈরাচার ও তাদের দোসরদের কাছে জিম্মি ছিল আজ তা অনুমেয়।
এদিকে গত ০১ এপ্রিল সোহাগদল কে. পি. ইউ. মাধ্যমিক বিদ্যালয় মাঠে অধ্যক্ষ এম.এ.হাকিম স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ” প্রতিদিন খেলাধুলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে প্রতিষ্ঠিত করার লক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত। পুরুষ্কার বিতরনী পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ায় যুব শ্রেনি আজ অবক্ষয়ের দারপ্রান্তে। ফলে অলস সময়ে তারা মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে উন্মুক্ত কোনো অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন সেখ হাসিনার পিতা মাতা ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের নামেই সকল অনুষ্ঠান করা বাধ্যতামূলক ছিল। দেশের মানুষ ভুলেই গিয়েছিল যে সেখ পরিবারের বাহিরে অন্য কারো স্মৃতির উদ্দেশ্যে মুক্ত পরিবেশে যে কোনো অনুষ্ঠান আয়োজন করা যায়। তিনি বলেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নামই কেউ মুখে নেয় না।
আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেছারাবাদ উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত রমজান মাসে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন। ঐ সকল ইফতারে উপস্থিত থেকে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্দ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন দীর্ঘ সংগ্রামের ফলে স্বৈরাচারের পতন হয়েছে। তারা আর কখনোই ফিরে আসতে পারবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন পলাতক খুনিদের দোসররা আমাদের আশেপাশেই আছে। তারা যেন অনুপ্রবেশ করে আমাদের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ আসনের বিএনপির মনোনয়ন পেতে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন