নবজাগরণ রিপোর্ট :
আজ রাজধানী ঢাকায় গর্জে উঠেছে গণঅধিকার পরিষদের কণ্ঠ-গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলার প্রতিবাদে রাজপথে ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আজ বিকেলেই ঢাকার শাহবাগ,পল্টন,প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংগঠিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। হাত তুলে শপথ নেয়া হয়-“রাজপথে প্রতিরোধ, প্রতিহত হবে ফ্যাসিবাদ!” মিছিল থেকে উঠে আসে একটাই দাবি: গোপালগঞ্জের হামলাকারী সরকারি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মিছিলকারীরা স্লোগানে স্লোগানে ঘোষণা করেন,“সন্ত্রাসের জবাব হবে গণপ্রতিরোধ”, “গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইলে প্রতিরোধ হবে সর্বত্র!”।ছাত্র-যুব সমাজ,বাম সংগঠন, বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের মানুষ বিক্ষোভে যোগ দেন।
গণঅধিকার পরিষদের একজন মুখপাত্র বলেন:
“গোপালগঞ্জ আজ যেন রণক্ষেত্র-শান্তিপূর্ণ রাজনীতির বদলে চালু হয়েছে ট্যাংক ও অস্ত্রের শাসন! এটা এক নয়া বাকশালের চেহারা, যে বাকশাল চায় বিরোধী কণ্ঠকে চিরতরে স্তব্ধ করতে। কিন্তু আমরা রাজপথেই জবাব দেব।”
আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ শুধু একটি প্রতিক্রিয়া নয়-এটা হলো এক বৃহত্তর নবজাগরণের বার্তা। রাষ্ট্রীয় দমন-পীড়ন, দুঃশাসন ও সন্ত্রাসের বিরুদ্ধে জনতার জাগরণ শুরু হয়েছে। গোপালগঞ্জে এপিসিতে নেতাদের তুলে নেওয়া, সন্ত্রাসীদের অবাধ তাণ্ডব, আর প্রশাসনের নির্বিকার ভূমিকা-সবকিছুই প্রমাণ করছে, দেশ আজ একটা নব্য স্বৈরতন্ত্রের করাল ছায়ায় ঢেকে গেছে।
আজ রাজপথে ঘোষিত হলো-
“গোপালগঞ্জ আজ যা দেখেছে, তা ছিলো হুঁশিয়ারি। কাল রাজপথে উঠবে সর্বজনের প্রতিরোধ। রুখে দাঁড়াবে একটি নতুন বাংলাদেশ।”