বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ২৬ জুলাই অনুষ্ঠিত হবে
মো:আবু তাহের পাটোয়ারী:
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৪ আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল রূপসী বাংলা, গ্র্যান্ড হল রুমে (১, মিন্টো রোড, রমনা, ঢাকা) দুপুর ১টা থেকে শুরু হবে।
উল্লেখ্য, মহামান্য হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্ট কর্তৃক কোম্পানি ম্যাটার নং-৪৬/২০২৫ এর প্রেক্ষিতে ১৪ মে ২০২৫ তারিখে প্রদত্ত নির্দেশনার আলোকে এই সভার আয়োজন করা হয়েছে। বিগত পরিচালনা পরিষদ কর্তৃক পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভা সময়মতো সম্পন্ন না করায়, একই দিনে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের হিসাব নিষ্পত্তি করে কার্যবিবরণী নিশ্চিতকরণ করা হবে।
সভায় আলোচ্য সূচি হিসেবে থাকছে:
১. ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন
২. সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন
৩. ২০২৪ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব বিবেচনা ও অনুমোদন এবং পরবর্তী বছরের বাজেট পাশ
৪. ২০২৪ সালের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ
৫. সভাপতির অনুমতিক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা
সমিতির সম্মানিত সকল সদস্যদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. কাউসার-উজ-জামান (রুবেল) কর্তৃক স্বাক্ষরিত পত্রে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।
এই সভাকে কেন্দ্র করে মুদ্রণ শিল্প সংশ্লিষ্ট সকল মহলে ব্যাপক আগ্রহ ও গুরুত্ব দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, সমিতির গত কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে একটি গতিশীল নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এটি হবে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।