দক্ষ জনবল উন্নয়ন ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনায় নতুন দিগন্তের ইঙ্গিত
ঢাকা ০৯ নভেম্বর ২০২৫-নবজাগরণ ডেস্ক:
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর আমন্ত্রণে আজ দুপুর ২টায় বিসিআই কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজুইকি কাতাওকা (Mr. Kazuiki Kataoka) সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভায় মিলিত হন।
সভায় বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জনাব নাজমুল আনোয়ার, বিসিআই সদস্য জনাব জিয়াউদ্দিন এবং জেট্রো সিনিয়র ডিরেক্টর জনাব শরিফুল আলম উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনা করেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো: হেলাল উদ্দিন,এনডিসি।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন: “বাংলাদেশের কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাত একটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। তবে এই খাতে দক্ষ জনবলের ঘাটতি বড় বাধা হিসেবে কাজ করছে। অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই।”তিনি আরও বলেন,“বিসিআই জাপানের মতো প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে অগ্রসর দেশ থেকে প্রশিক্ষক
এনে দেশে‘প্রশিক্ষক তৈরির’(ToT) উদ্যোগ নিতে চায়, যা ভবিষ্যতে সারাদেশে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সভায় তিনি জেট্রো’র সহযোগিতায় দক্ষ প্রশিক্ষক তৈরি,আধুনিক কোর্স কারিকুলাম ও প্রশিক্ষণ ম্যানুয়াল প্রস্তুত,প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি,লাইট ইঞ্জিনিয়ারিং ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পে দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
জেট্রো প্রতিনিধি কাজুইকি কাতাওকা বলেন:“জেট্রো বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে এবং উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছে। বিসিআই-এর কার্যক্রম জেনে আমরা বিশ্বাস করি, দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগের অনেক সুযোগ রয়েছে।”তিনি আরও জানান,“জাপানি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে বিসিআই-এর সরাসরি আলোচনার প্ল্যাটফর্ম তৈরিতে জেট্রো সহায়তা করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় থাকবে।”শেষে তিনি বিসিআই সভাপতি ও পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান।





