ফেনীর দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো এক হাজারেরও বেশি শিক্ষার্থী

আবুল হাসনাত তুহিন,দাগনভূঞা (ফেনী):
ফেনীর দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে এক হাজারেরও বেশি শিক্ষার্থী। শনিবার (১৫ নভেম্বর) সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে।স্থানীয়ভাবে এটি প্রথমবারের মতো আয়োজন হলেও আগ্রহ ও উপস্থিতি ছিল অভূতপূর্ব।

কেন্দ্র পরিদর্শনে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন-ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক,উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ,উপজেলা শিক্ষা অফিসার মো:ইসমাইল হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক ও আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির গাজী সালাউদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটওয়ারী, ৬নং ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ইসলাম হোসেন (কেরানি), ট্রাস্টের চেয়ারম্যান এম এ তাহের পন্ডিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন, নিউজ২৪ প্রতিনিধি ইয়াছিন সুমন, দৈনিক কালবেলা প্রতিনিধি মিজানুর রহমান, কলেরকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোহনা টিভির প্রতিনিধি শহিদুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

“প্রথমবারেই রেকর্ড সংখ্যক অংশগ্রহণ”-পরীক্ষা নিয়ন্ত্রক
পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন-“দাগনভূঞায় এই প্রথম বৃত্তি পরীক্ষা আয়োজন করা হলো। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের উৎসাহ দিয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আকারে অনুষ্ঠিত হবে বলে আশা করি।”

“মেধা যাচাইয়ে ট্রাস্টের উদ্যোগ প্রশংসনীয়”-ডা. ফখরুদ্দিন মানিক- ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন-“কোমলমতি শিশুদের মেধা যাচাইয়ের এমন চমৎকার উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে আনন্দিত করেছে। বিশেষ ধন্যবাদ জানাই-সেসব মায়েদের,যারা বাবার ভূমিকায় দাঁড়িয়ে তাদের সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। এই আয়োজন সত্যিই সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে।”

“জাতি গঠনের প্রথম শর্ত-শিক্ষা”-মেজবাহ উদ্দিন সাঈদ
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন-“এতো বড় সংখ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণই প্রমাণ করে-মানসম্মত শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি মানুষের আগ্রহ কতটা বেশি। মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এমন আয়োজন অব্যাহত রাখলে দাগনভূঞার শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আরও জোরালো হবে।”

স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন ধারা সৃষ্টি: দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সমাজে ব্যাপক সাড়া ফেলেছে প্রথমবারের উদ্যোগেই এক হাজারের বেশি শিক্ষার্থীর অংশ নেওয়া স্পষ্ট করে-মানুষের আগ্রহ,শিক্ষার প্রতি নতুন মনোযোগ,এবং দাগনভূঞায় প্রতিযোগিতামূলক শিক্ষার বিস্তারের ভবিষ্যৎ সম্ভাবনা।